বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্ডিফ বিএনপি’র উদ্যোগে ঈদ পুনর্মিলন ও মত বিনিময় সভা কার্ডিফের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়।
গত ২৬ জুলাই মঙ্গলবার উক্ত সভায় সভাপতিত্ব করেন কার্ডিফ বিএনপির সম্মানিত সভাপতি জনাব মুস্তফা সালেহ্ লিটন ও পরিচালনা করেন কার্ডিফ বিএনপির বলিষ্ঠ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম। প্রধান অতিথি বক্তব্যে তিনি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গিয়ে সামনের দিনের আন্দোলন সংগ্রামকে সাফল্যমন্ডিত করার অনুরোধ করেন।
কার্ডিফ বিএনপির সভাপতি মোস্তফা সালেহ লিটন কার্ডিফ বিএনপি’র বিগত দিনের ইতিহাস তুলে ধরে ভবিষৎ পরিকল্পনা প্রধান অতিথির সামনে ব্যক্ত করেন। যুক্তরাজ্য বিএনপি’র সাথে কার্ডিফ বিএনপিও ভবিষ্যতে হাইকমান্ড থেকে আসা যে কোনো নির্দেশনা পালন করতে প্রস্তুত বলেও তিনি বলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি দেলোয়ার মিয়া চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী, সহ-সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নিয়াজ হায়দারী, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক লড়াকু নেতা সাব্বির আহমেদ ও জোসেফ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান আলো, সহ-সাংঘঠনিক সম্পাদক শাকির জুবের, যুব বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম, কার্ডিফ যুবদলের সহ-সভাপতি সুমন আলী, সহ-সভাপতি সাইফুর রহমান বুবল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাব মিয়া, সামাদ আহমেদ, সুমন মিয়া, আবু সায়েম, মুশফিক উদ্দিন জিলানী, তফুর মিয়া, মিজানুর রহমান, মোঃ আব্দুল আজিজ, তামিম ইসলাম, কানকিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাকির আহমদ, মোঃ আল আমিন, ফেরদৌস আলম, মায়ান ইসলাম, বদরুল আলম বাবুল, লাবিব ইসলাম, আজফার আদিব, হাবিব, শরিফুল ইসলাম সহ কার্ডিফ বিএনপি, যুবদল ও জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকেরা উপস্থিত ছিলেন। সভার পরে নৈশভোজের আয়োজন করা হয়েছিলো।
Leave a Reply