যুক্তরাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠান তানাস ইভেন্ট প্রডাকশনের উদ্যোগে ‘ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট লন্ডন ২০২২’ নামে এক বর্ণাঢ্য ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট শো অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের প্রিন্স রিজেন্ট হোটেল চিগওয়েল সেন্টারে। এতে বাংলাদেশকে নিয়ে একটি ভিন্ন রকমের একটি পরিবেশনাসহ আরও নানা চমক থাকবে।
গত ৯ অগাস্ট মঙ্গলবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে তানাস ইভেন্ট প্রডাকশনের ডাইরেক্টর মিসেস তানিয়া খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
লিখিত বক্তব্যে তানিয়া খান বলেন- শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতিসহ যুক্তরাজ্যের মূলধারার প্রায় সবক্ষেত্রেই এশিয়ান কমিউনিটির মানুষ নানাভাবে এগিয়ে যাচ্ছেন ও অনন্য ভুমিকা রাখছেন। আর এই এশিয়ান কমিউনিটির বিরাট একটি অংশ জুড়ে রয়েছে আমাদের বাঙালিদের অবস্থান।
কিন্তু দু:খজনক হলেও সত্য যে, বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে সংস্কৃতির দিক দিয়ে এশিয়ান কমিউনিটির অন্যান্য সম্প্রদায়ের মতো আমাদের বাংলা কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ সেভাবে হয়ে ওঠেনি, যুগের সাথে তাল মিলিয়ে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের আধুনিক ফ্যাশন সচেতনতাও সেভাবে উপস্থাপিত হয়নি।
মূলত; সেই দৃষ্টিভঙ্গি থেকেই যুক্তরাজ্যের লন্ডন শহরে বাংলা সংস্কৃতির বহিঃপ্রকাশে আমরা ‘ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট লন্ডন ২০২২’ শীর্ষক একটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি। পূর্ব লন্ডনের প্রিন্স রিজেন্ট হোটেল চিগওয়েল সেন্টারে আগামী ২ অক্টোবর রবিবার এটি অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই ইভেন্ট চলবে।
এতে শুধু ফ্যাশন নয়, আমাদের বিশাল জনগোষ্ঠীর আগ্রহের প্রতি লক্ষ্য রেখে সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্টল রাখা ছাড়াও মঞ্চে থাকবে নানা আকর্ষণীয় পরিবেশনা। যাতে বাঙালি শিল্পীরাসহ এশিয়ান কমিউনিটির স্বনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করবেন।
গত ২৫ সেপ্টেম্বর হিল্টনে আমাদের তানাস ইভেন্টের আয়োজনে এক বর্ণাঢ্য ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের নায়িকা অব লন্ডন, পিংকি প্রোমিজ বাই নিতি সোনিয়া মুসা ছাড়াও ভারত ও পাকিস্তানের নামকরা সব ফ্যাশন ব্যান্ড অংশ নিয়েছে। তানাস ইভেন্ট প্রডাকশনের গতবারের সফল পরিবেশনার জন্য এবারও তারা এই ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট শোতে অংশ নিচ্ছে।
এবারে আমাদের চমক হিসেবে থাকছে বাংলাদেশকে নিয়ে ভিন্ন রকমের একটি পরিবেশনা। যা দেখে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে ও বুঝতে পারবে। আসন্ন এই ইভেন্ট সম্পর্কে কমিউনিটির মানুষকে অবহিত করতে এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি।
সংবাদ সন্মেলনে আরও বক্তব্য রাখেন তানাস ইভেন্টস এর হেড অব মার্কেটিং কিশোয়ার মুনিয়া, হেড অব প্রজেক্ট ম্যানেজার তাহসিন আহমদ ও মার্কেটিং কনসালটেন্ট জিবরান সিদ্দীকী।
উল্লেখ্য, তানাস ইভেন্ট প্রডাকশন যুক্তরাজ্যে তৃতীয়বারের মত এই আয়োজন করছে। যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ডিজাইনার ও ফ্যাশন হাউজগুলো অংশ নিচ্ছে। এখানে প্রদর্শনীর পাশাপাশি ম্যাকআপ, ফ্যাশন শো, মিউজিকসহ উপভোগ্য প্রায় সবই থাকছে। আয়োজকেরা ভবিষ্যতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এমন আয়োজন করবেন বলে সংবাদ সন্মেলনে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply