বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডনের আয়োজনে গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমন সুইন্ডন থেকে শত কিলোমিটার দুরে ওয়েলসের বিখ্যাত পর্যটন শহর পোর্টকওল এ অনুষ্ঠিত হয়।
গত ৯ই আগষ্ট দিনব্যাপী এ আয়োজনে সকলেই আনন্দে মেতে ওঠেন। বর্ণাঢ্য এ আয়োজনে সুইন্ডন কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছর আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। প্রবাসে শত ব্যস্ততার মাঝে একটু বিনোদন খুজঁতেই এ ধরনের আয়োজন।
প্রবাসে ক্লান্তির এই লগ্নে বিনোদনের রঙে মন রাঙিয়ে তোলেন সবাই। দিনটি হয়ে যায় প্রবাসের মাটিতে এক টুকরা বাংলাদেশ।
আগামীতেও এ রকম আয়োজনের মাধ্যমে আমাদের প্রবাসে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের মাঝে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে রাফেল ড্র, দৌড় প্রতিযোগিতা, ফুটবল, হাড়িভাঙ্গা ও বালিশ খেলার আয়োজন করা হয়। আনন্দ ভ্রমন এর মূল আকর্ষণ ছিল স্থানীয় বিশিষ্ট কন্ঠ শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুরের মূর্ছনায় সবার প্রাণ জুডিয়ে যায়। সব শেষে রাফেল ড্র খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে এসোসিয়েশনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
সুন্দর ও সফল এ আয়োজনের জন্য বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডনের প্রতি উপস্থিত সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply