বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:০০

সেন্ট্রাল লন্ডনে ছুরি হামলায় দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

সেন্ট্রাল লন্ডনে ছুরি হামলায় দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ২৪০
প্রকাশ কাল: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

সেন্ট্রাল লন্ডনে সন্দেহভাজন এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক ওই ব্যক্তিকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। তবে কেন এ হামলা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মেট্রোপলিটন পুলিশ সার্ভিস জানিয়েছে, সেন্ট্রাল লন্ডনে এ ঘটনা ঘটেছে। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

তারা আরও জানিয়েছে, জরুরি সেবা কাজে নিয়োজিত কর্মকর্তাদের লাঞ্চিত ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে একজনকে।

এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে লেস্টার স্কোয়ার এলাকায় ওই হামলাকারীকে সন্দেহ করে পুলিশ।

এ সময় দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয় এবং পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। পরে পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023