রাজপরিবার ছেড়ে আসা ব্রিটেনের প্রিন্স হ্যারি বলেন, আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। আমি আমার ভাইকে ফিরে পেতে চাই। ১০ জানুয়ারি প্রিন্স হ্যারির স্মৃতিকথা প্রকাশ হবে।
আগে তিনি ব্রিটিশ নেটওয়ার্ক আইটিভি ও যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনকে পৃথক দুটি সাক্ষাৎকার দেন। আগামী রোববার সাক্ষাৎকার দুটি সম্প্রচারের কথা রয়েছে। ডেইলি মেইল
তবে বিবাদ মিটিয়ে রাজপ্রাসাদে ফেরার ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রিন্স হ্যারি। কারণ, ব্রিটিশ রাজপরিবারের ফাঁস হওয়া তথ্যে তাকে ও তার স্ত্রী মেগান মার্কেলকে খলনায়কের ভূমিকায় দেখানো হয়েছিল। সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি।
হ্যারি বলেন, তারা যদি এটাই ভাবেন, তাহলে আমাদের কোনো না কোনোভাবে খলনায়ক হিসেবে দেখিয়ে যাওয়াটাই বরং ভালো। বিবাদ মিটিয়ে মিলে যাওয়ার কোনো ধরনের আগ্রহ তারা দেখাননি। তবে ‘তারা’ বলতে কাদের বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি হ্যারি।
রাজপরিবারের বিবাদ নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে হ্যারি বলেন, এভাবে কাজটা করার কোনো প্রয়োজন ছিল না। তথ্য ফাঁস, ফাঁদ পাতা। আমি একটা পরিবার চাই, প্রতিষ্ঠান নয়।
উল্লেখ্য, গত মাসে নেটফ্লিক্সে দেখানো একটি ডকুসিরিজে ব্রিটিশ রাজপরিবার নিয়ে নিজেদের অভিজ্ঞতার ঝাঁপি খোলেন হ্যারি ও মেগান (৪১)। এতে আকস্মিক রাজপরিবার ছেড়ে এই দম্পতির ২০২০ সালে উত্তর আমেরিকায় পাড়ি জমানোর নেপথ্যে কী ছিল, তা তুলে ধরা হয়।
Leave a Reply