কারী শিল্পের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ আগামী ৫মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে বিপুল-হেলাল-সাইফুল আলমের নেতৃত্বাধীন ভিশন প্যানেলের সমর্থনে বিসিএ এসেক্স রিজিয়নের ক্যাটারার উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটির আয়োজনে ছিলেন চেমসফোর্ডের সুবিশাল রয়েল টাইগার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোমিন আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শামীম বাশার।
১০ই জানুয়ারী মঙ্গলবার ভিশন প্যানেলের সভায় সভাপতিত্ব করেন- এসেস্কের বিশিস্ট ক্যাটারার তৌরিছ মিয়া।
বিসিএর এনইসি মেম্বার আতাউর রহমান লায়েকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভিশন প্যানেলের নেতৃবৃন্দ বলেন, তারা বিসিএ সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে সমন্বিত ভাবে সংগঠনকে পরিচালনা করতে চান। তারা যুগের সাথে সমন্বয়ে নতুন প্রজম্নের মেধাকে শক্তিকে ব্যবহার করতে চান। তারা সদস্যদের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক প্রনোদনা প্যাকেজের মাধ্যমে সহযোগিতা করতে চান।
সভায় নেতৃবৃন্দ ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ অর্থনীতিতে সাড়ে ৪ বিলিয়ন পাউন্টের যোগানদাতা কারী শিল্পের এ প্রাচীন সৎগঠনটিকে আধুনিক ও গতিশীল করতে সকল ক্যাটারারদের সংগঠনের সদস্য হওয়ার আহবান জানান। তারা ভিশন প্যানলেকে সহযোগিতা করার জন্য ক্যাটারারদের অনুরোধ জানান।
সভায় বক্তব্য রাখেন ভিশন প্যানেলের প্রেসিডেন্ট প্রার্থী সাইদুর রহমান বিপুল, জেনারেল সেক্রেটারি প্রার্থী হেলাল মালিক, চীফ ট্রেজারার প্রার্থী সাইফুল আলম। বিসিএর সহ-সভাপতি ফিরোজুল হক, এসেস্কের ক্যাটারার আলতাফ হোসেন, প্রভাষক ক্যাটারার ইশতিয়াক হোসেন দুদু, আনোয়ার আহমদ মুরাদ, আব্দুস সবুর খান এমবিই, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ক্যাটারার হারুনুর রশীদ, জামাল হোসেন, শিপার করিম, হুমায়ুন রশিদ, সিদ্দিকুর রহমান জয়নাল, জুবের লস্কর, আব্দুল আহাদ, দিলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, আনোয়ারুল ইসলাম, প্রভাষক ইয়াওর উদ্দিন, শেফ অনলাইনের সিইও এম এ মুনিম সালিক ও মাইক্রো সেভার শিহাব উদ্দিন।
Leave a Reply