বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:০৩

তিনি বিস্ময়কর একজন ব্রিটিশ ট্রাকচালক

তিনি বিস্ময়কর একজন ব্রিটিশ ট্রাকচালক

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ১৪৪
প্রকাশ কাল: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

ব্রিটেনের সবচেয়ে বেশি বয়সী ড্রাইভারের বয়স ৯০ বছর। এই ড্রাইভারের নাম ব্রাইন উইলসন।

ব্রিটেনে বর্তমান তার চলাচল নিউক্যাসল, বার্মিংহাম এবং অন্যান্য আরো বেশ কিছু জায়গায়। এখনো প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করেন তিনি এবং আগামী এক বছরের মধ্যে তার অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

১৯৫৩ সাল থেকে তিনি তেলবাহী ট্রাক চালানো শুরু করেন। সেদিন থেকে এখন ৭০ বছর পরও প্রতিদিন ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একই কাজ করে যাচ্ছেন উইলসন। গত দুই বছরে পর পর দুইবার স্বাস্থ্য পরীক্ষায় পাস করার পর তিনি সংকল্প করেন- অন্তত আরো এক বছর এই পেশায় থাকবেন।

প্রতিবছর উইলসনদের একটি স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়। সেখানে উত্তীর্ণ হলেই পরের এক বছরের জন্য গাড়ি চালানোর অনুমতি মেলে। দীর্ঘ ড্রাইভারি জীবনে তিনি কখনো দুর্ঘটনার শিকার হননি এবং ছুটিও নেননি। তবে একবার পা ভাঙার কারণে ৭ সপ্তাহ বিশ্রামে গিয়েছিলেন উইলসন।

উইলসন জানান, এখনো নিজেকে ফিট মনে করেন তিনি এবং এ কাজে তিনি বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করেন। তিনি যে কোম্পানিতে কাজ করেন, ওটা তার বাবার হাতে প্রতিষ্ঠিত। বাবার মৃত্যুর পর থেকে গত ৭০ বছর তিনিই তা পরিচালনা করছেন।

সাউথ ইয়র্কশায়ারের বৃদ্ধ ড্রাইভার ব্রাইন উইলসন শুরুর দিকে প্রতিবছর কয়েক লাখ মাইল ড্রাইভিং করতেন কিন্তু এখন দিনে দেড় শ’ মাইলেই সন্তুষ্ট থাকেন। তার ইচ্ছা ২০২৪ সালে অবসরে যাবেন।

এরপর ৮৯ বছর বয়সী স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে বের হবেন। স্ত্রীর সাথে তার পরিচয়, যখন তার বয়স মাত্র ১২ বছর। বিয়ে করেন ২১ বছর বয়সে। খুব শিগগিরই তাদের বিয়ের ৭০ বছর পূর্ণ হবে। আর মার্চে ব্রাইনের বয়স হবে ৯১ বছর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023