রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:৪১

ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের কাজের সময় বাড়ানোর সম্ভাবনা

ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের কাজের সময় বাড়ানোর সম্ভাবনা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ১২৩
প্রকাশ কাল: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি শিক্ষার্থীদের দীর্ঘ সময় কাজ করার অনুমতি দেওয়ার কথা ভাবছে ব্রিটিশ সরকার। শূন্যপদ পূরণের মাধ্যমে এমন উদ্যোগ হতে পারে বলে জানিয়েছে দ্য টাইমস পত্রিকা।

সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, আতিথেয়তা ও খুচরা ব্যবসার মতো ক্ষেত্রগুলোতে ঘাটতি মোকাবেলায় যুক্তরাজ্য বিদেশি শিক্ষার্থীদের আরও বেশি খণ্ডকালীন চাকরি নিতে উৎসাহিত করার উপায় খুঁজছে।

সরকারি সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, নির্দিষ্ট সময় কাজ করার বাধা সরিয়ে নেয়া এবং শিক্ষার্থীদের কাজ করতে উৎসাহিত করার জন্য তারা আর কী করতে পারে তা খতিয়ে দেখছেন মন্ত্রীরা।

তবে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকার এখনও একমত হতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের কাজের সময়সীমা সপ্তাহে ২০ ঘণ্টা থেকে বাড়িয়ে ৩০ ঘণ্টা করা বা এই সময়সীমা সম্পূর্ণরূপে তুলে নেওয়ার বিষয়ে সরকার আলোচনা শুরু করছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2022