ট্যাক্স সংক্রান্ত বিষয়ে জটিলতার কারণে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাবিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
তিনি বলেছেন, এটা পরিষ্কার হয়েছে যে- তিনি মন্ত্রিত্বের আচরণবিধি মারাত্মকভাবে লংঘন করেছেন। কয়েকদিনে তথ্য প্রকাশ হয়েছে যে, আগে আয়কর দেননি এ কারণে চ্যান্সেলর থাকা অবস্থায় এইচএমআরসির কাছে জরিমানা দিয়েছেন জাহাবি।
এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ঋষি সুনাক। মাল্টি-মিলিয়ন বা বহু কোটি টাকার বিষয়টি কিভাবে সমাধান করেছিলেন তা ব্যাখ্যা করার জন্য কঠোর চাপে ছিলেন জাহাবি। কনজার্ভেটিভ পার্টির চেয়ার হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছিল।
ফলে তার এই অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রী কতটুকু জানেন তা নিয়ে প্রশ্নের মুখে রয়েছেন ঋষি সুনাক। এ খবরে প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী লেবার পার্টি। রোববার দলটির ছায়া শিক্ষামন্ত্রী ব্রিজেত ফিলিপসন বলেছেন, কনজার্ভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাবিকে অনেক আগেই বরখাস্ত করা উচিত ছিল।
কারণ, দেশের প্রতি অনুগত থেকে আয়কর দিতে ব্যর্থ হয়েছেন নাদিম জাহাবি। শুধু তাই নয়, যারা এ নিয়ে কথা বলেছেন তাদের মুখকে তিনি বন্ধ করে দেয়ার চেষ্টা করেছেন।
Leave a Reply