রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৫৮

অস্ট্রেলিয়ার ৫ ডলারের নোটে থাকছে না রাজা চার্লসের ছবি

অস্ট্রেলিয়ার ৫ ডলারের নোটে থাকছে না রাজা চার্লসের ছবি

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ / ৭৫
প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছবি থাকছে না অস্ট্রেলিয়ার নতুন ৫ ডলারের ব্যাংক নোটে। এ খবর দিয়েছে সিএনএন।

এতদিন এই নোটে ছিল রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি। তবে নতুন ডিজাইনে এই ছবির স্থানে যুক্ত হবে ‘ফার্স্ট অস্ট্রেলিয়ান’দের ছবি। ফার্স্ট অস্ট্রেলিয়ান দিয়ে মূলত এই মহাদেশের আদিবাসীদের বুঝানো হয়। তারা ৬৫ হাজার বছর আগে থেকে অস্ট্রেলিয়ায় আছে।

খবরে জানানো হয়, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক এই ৫ ডলারের নোট পরিবর্তনের কথা ঘোষণা করে। এর মাধ্যমে তারা এখন অস্ট্রেলিয়ার ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে চায়।

কারও জানা ছিল না পৃথিবীতে এমন একটি মহাদেশ আছে। যদিও সেখানে হাজার হাজার বছর ধরে আদিবাসীরা বাস করতেন। বর্তমানে তারা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৩.২ শতাংশ। তাদের সংস্কৃতিকেই ৫ ডলারের নোটে তুলে ধরা হবে।

যদিও এতদিন ধরে যে নোটগুলো চলছে তাও বৈধ থাকবে। শুধুমাত্র নতুন নোট ছাপানোর ক্ষেত্রে নতুন ডিজাইন অনুসরণ করা হবে। গত সেপ্টেম্বর মাসে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ।

এরপরই বিশ্বজুড়ে তার ছবি ব্যবহৃত হচ্ছে এমন বিলিয়ন বিলিয়ন নোট এবং কয়েনের ডিজাইন বদলে ফেলা হচ্ছে। সাধারণত ব্রিটেনের নতুন রাজার ছবি যুক্ত করার কথা এসব নোটে। তবে অস্ট্রেলিয়া তাদের ৫ ডলারের ক্ষেত্রে এর ব্যতিক্রম অবস্থান নিয়েছে।

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) জানিয়েছে, অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে আলোচনার পরই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে নতুন ব্যাংকনোটের ডিজাইন এবং প্রচলনে আরও কয়েক বছর লাগতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2022