রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৫৭

ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনে আপসানা বেগম এমপি

ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনে আপসানা বেগম এমপি

ধর্ম নিয়ে বিভ্রান্তি ও ইসলামফোবিয়া মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

/ ৯৯
প্রকাশ কাল: শনিবার, ৪ মার্চ, ২০২৩

পপলার এন্ড লাইম হাউজ আসনের এমপি আপসানা বেগম ইস্ট লন্ডন মসজিদের বহুমুখী কার্যক্রমের ভুয়শী প্রশংসা করে বলেছেন, ধর্ম নিয়ে বিভ্রান্তি ও ইসলামফোবিয়া মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ইস্ট লন্ডন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি হেলথ, যুব সমাজের উন্নয়ন, পাবারিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে যে বহুমুখী কার্যক্রম পরিচালিত হয়, আমরা হয়তো তা দুর থেকে দেখিনা। একজন পার্লামেন্টারিয়ান হিসেবে মসজিদ পরিদর্শনে এসে বেশ অভিজ্ঞতা অর্জন করলাম।

তিনি গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের বোর্ড রুমে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় কথাগুলো বলেন। ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক নেটওয়ার্কিং কর্মসূচির অংশ হিসেবে মসজিদের পক্ষ থেকে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আপসানা বেগম বলেন, কমিউনিটিতে সহাবস্থান বজায় রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মসজিদের কার্যক্রমে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়কালে ইস্ট লন্ডন মসজিদের পক্ষে উপস্থিত ছিলেন- মসজিদের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আইয়ুব খান, ফাইন্যান্স এন্ড এনগেইজমেন্ট ডাইরেক্টর দেলওয়ার খান ও মারিয়াম সেন্টারের ম্যানেজার সুফিয়া আলম।

দেলওয়ার খান ইস্ট লন্ডন মসজিদের ইতিহাস ও বহুমুখী কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেন। তিনি বলেন, ইস্ট লন্ডন মসজিদের কার্যক্রম শুধু নামাজ পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। নামাজের পাশাপাশি বহুমূখী সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তিনি বলেন, একজন মানুষের জীবনে যে ধর্মীয় সেবাগুলো প্রয়োজন তার অধিকাংশই ইস্ট লন্ডন মসজিদ প্রদান করে থাকে।

ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান আইয়ুব খান বলেন, স্থানীয় এমপিদের সঙ্গে আমাদের সম্পর্ক বজায় রাখাটা খুবই জরুরী। এখানে কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়- তা তাঁদের জানা থাকা প্রয়োজন। শুধু এমপিই নয়, বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের সাথেও আমরা সময় সময় মতবিনিময় করে থাকি।

আমরা জানাতে চাই, আমাদের এখানে কী ধরনের কাজ হয়। যাতে আমরা সকলের সহযোগিতা পাই । ইস্ট লন্ডন মসজিদে কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে আমাদের স্থানীয় এমপিগন নিয়মিত যোগ দেন। এটা যেন অব্যাহত থাকে।

এর আগে আপসানা বেগম এমপি মসজিদে এসে পৌঁছলে মসজিদের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান এবং নন-মুসলমি ভিজিং সেন্টারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখান । নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে । মসজিদের পক্ষ থেকে আপসানা বেগম এমপি ও তাঁর কর্মকর্তা গাবরিয়ালা সিলভাকে এলএমসিতে উৎপাদিত মধুর বয়াম উপহার দেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2022