রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:৫৪

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে টনি ব্লেয়ারের বৈঠক

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে টনি ব্লেয়ারের বৈঠক

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা / ৭৭
প্রকাশ কাল: রবিবার, ৫ মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান ও ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

শনিবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকে ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শেখ হাসিনা ও টনি ব্লেয়ার উভয়েই বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক পর্যালোচনা করেন।

শেখ হাসিনা ভবিষ্যৎ বিশ্বের নেতা এবং সরকারকে সক্ষম করে গড়ে তোলার জন্য টনি ব্লেয়ার ইনস্টিটিউটের মিশনের প্রশংসা করেন। টনি ব্লেয়ার ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকাকালীন তার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন।

তারা খেলাধুলা বিশেষ করে ক্রিকেট নিয়েও কথা বলেছেন। ইংল্যান্ড ক্রিকেট দলের এখন বাংলাদেশ সফরের বিষয়টিও আলোচনায় আসে।

এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2022