রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:২৩

রাজকীয় আবাস হারালেও রাজ্যাভিষেকে আমন্ত্রিত হলেন প্রিন্স হ্যারি

রাজকীয় আবাস হারালেও রাজ্যাভিষেকে আমন্ত্রিত হলেন প্রিন্স হ্যারি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ৭১
প্রকাশ কাল: সোমবার, ৬ মার্চ, ২০২৩

হ্যারি তার স্মৃতিগ্রন্থ ‘স্পেয়ার’ এবং নেটফ্লিক্সে প্রচারিত প্রামাণ্যচিত্রে তার বাবা, ভাই এবং রাজ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বিতর্কিত সব মন্তব্য করেছেন।

এত কিছুর পরও তার বাবা ও ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন হ্যারি। তবে বিষয়টি এখনো রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে জানান দেওয়া হয়নি বলে রোববার জানিয়েছেন হ্যারির মুখপাত্র।

প্রশ্ন হচ্ছে, রাজপরিবারে প্রিন্স হ্যারি তার জন্য বরাদ্দ সর্বশেষ জায়গাটিও হারিয়েছেন। নতুন জীবনের আশায় পাড়ি জমিয়েছেন ইংল্যান্ড থেকে সুদূর যুক্তরাষ্ট্রে।

সবমিলিয়ে রাজা তৃতীয় চার্লস, যুবরাজ উইলিয়াম এবং রাজপরিবারের অন্যান্যদের নিয়ে মন্তব্য করার কারণে প্রিন্স হ্যারিকে রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে দাওয়াত দেয়া হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। এর আগে, ২০২০ সালে হ্যারি রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

রাজ্যাভিষেক অনুষ্ঠানে হ্যারি এবং তার স্ত্রী মেগানকে দাওয়াত বিষয়ে তাদের মুখপাত্র বলেছেন, আমি নিশ্চিত করে বলছি যে, ডিউক (হ্যারি) রাজার কার্যালয় থেকে দাওয়াত সংক্রান্ত একটি ইমেইল পেয়েছেন।

তিনি আরও বলেছেন, ‘তবে ডিউক এবং ডাচেস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা তা এখনই আমি জানাতে পারছি না। এ বিষয়ে বাকিংহাম প্রাসাদে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হলেও তারা এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গত বুধবার হ্যারির মুখপাত্র জানিয়েছিলেন, রাজপরিবারে সবশেষ আশ্রয়ও হারিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। উইন্ডসর প্রাসাদের অভ্যন্তরে ফ্রগমোর কটেজ নামে রাজকীয় আবাসটি ছাড়তে বলা হয়েছে তাদের। এতে ইংল্যান্ডে আর হ্যারির নিজস্ব কোনো আবাস থাকল না।

আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিন্স হ্যারির বাবা ও ব্রিটিশ রাজ তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান। কিন্তু এই আয়োজনের প্রস্তুতির চেয়েও বেশি আলোচিত এখন হ্যারি এবং রাজ পরিবারের সদস্যদের নিয়ে করা তার মন্তব্য। হ্যারি তার স্মৃতিগ্রন্থ ‘স্পেয়ার’ এবং নেটফ্লিক্সে প্রচারিত প্রামাণ্যচিত্রে তার বাবা, ভাই এবং রাজ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বিতর্কিত সব মন্তব্য করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2022