রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১০:৩৫

অভিবাসী ঠেকাতে ফ্রান্সকে ৫০০ মিলিয়ন পাউন্ড দেবে ব্রিটেন

অভিবাসী ঠেকাতে ফ্রান্সকে ৫০০ মিলিয়ন পাউন্ড দেবে ব্রিটেন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ৮৬
প্রকাশ কাল: শনিবার, ১১ মার্চ, ২০২৩

অভিবাসী ঠেকাতে পদক্ষেপ নিতে ফ্রান্সকে ৫০০ মিলিয়ন পাউন্ড দেবে ব্রিটেন। এই অর্থ ব্যয় করে ফ্রান্স ইংলিশ চ্যানেলে ছোট নৌকায় করে ব্রিটেনে পাড়ি জমানোদের আটকাবে। এ খবর দিয়েছে বিবিসি।

প্যারিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ব্রিটেনের পাশাপাশি ফ্রান্সও অভিবাসী ঠেকাতে অর্থায়ন করবে বলে জানান ম্যাক্রন।

খবরে জানানো হয়, এই অর্থ দিয়ে ফ্রান্সে একটি নতুন বন্দী শিবির চালু করা হবে। এছাড়া নিয়োগ দেয়া হবে ৫০০ অতিরিক্ত পুলিশ কর্মকর্তা। যদিও পুরো প্রকল্প চালু হতে ২০২৬ সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অভিবাসী ঠেকাতে আগের সমঝোতা অনুযায়ী ফ্রান্সকে এ বছরই প্রায় ৬৩ মিলিয়ন পাউন্ড দেয়ার পরিকল্পনা ছিল ব্রিটেনের। কিন্তু নতুন প্যাকেযে এই অর্থের পরিমাণ দ্বিগুন বৃদ্ধি পেয়ে ১২০ মিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে।

ফ্রান্সও জানিয়েছে, সংকট মোকাবিলায় তারাও অর্থায়ন বৃদ্ধি করবে। তবে ঠিক কতটা বাড়ানো হবে তা জানাননি ম্যাক্রন।

এদিকে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির শ্যাডো অ্যাটর্নি জেনারেল এমিলি থর্নবেরি অভিবাসী সংকট মোকাবিলায় কনজারভেটিভদের ব্যর্থ বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, কনজারভেটিভরা এক সংকট সমাধানে নতুন সংকট সৃষ্টি করছে। এই সঙ্কট মোকাবিলায় ফরাসি কর্তৃপক্ষের কাছে আরও বেশি অর্থ পাঠানোর আগে ঋষি সুনাককে ব্যাখ্যা করতে হবে যে, আমাদের পাঠানো পূর্বের মিলিয়ন মিলিয়ন পাউন্ড দিয়ে কি লাভ হয়েছে? শেষ পর্যন্ত ছোট নৌকায় করে অভিবাসী আসা বৃদ্ধি কেনো পেয়েছে!

ম্যাক্রন ইংলিশ চ্যানেলে ছোট নৌকার সংখ্যা কমাতে ব্রিটিশ এবং ফরাসি দলের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন। এলিসি প্যালেসে সুনাকের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি।

এতে ম্যাক্রন বলেন, গত বছরে ৩০ হাজারের বেশি ছোট নৌকা আটকেছে তাদের দল। এছাড়া প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে সুনাক বলেন, এই জঘন্য ব্যবসার অবসান ঘটাতে নতুন এই পদক্ষেপ সাহায্য করবে।  নতুন চুক্তি অনুযায়ী অতিরিক্ত নিয়োগ হওয়া ৫০০ পুলিশ ড্রোনের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে অভিবাসীদের ঠেকাবে। এছাড়া নতুন একটি বন্দী শিবির নির্মাণ করা হবে। বর্তমানে এরকম আরও ২৬টি শিবির চালু আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2022