প্রতি ঘন্টায় তার আয় ৫০ পাউন্ড। ২০১৭ সাল থেকে তিনি এই কাজ করে যাচ্ছেন। একজন উদ্ভট এই পরিচ্ছন্নকর্মীর নাম লটি রাই (৩২)।
তিনি যে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করেন, এ সময়টাতে তিনি পুরো নগ্ন হয়ে কাজ করেন। এ সময় তাকে পাগলাটে খদ্দেরের অনেক চাহিদা পূরণ করতে হয়। এমনকি তাদেরকে ম্যাসাজ পর্যন্ত করে দিতে হয়।
তিনি নিজেকে ‘ফ্রি-স্পিরিটেড’ বা মুক্তমনা বলে বর্ণনা করেন। বলেছেন, তার এই কাজ শরীর সম্পর্কে অধিক পরিমাণে আস্থাশীল করেছে। এর মধ্য দিয়ে তিনি আরও শক্তিশালী হয়ে উঠছেন।
লটি বলেন, কিছু খুব ভাল ক্লায়েন্ট আছেন। তারা খুবই চমৎকার। তাদের বাড়িতে গেলে, যা চান তাই দিতে হয়। তার ভাষায়, আমার কাছে আমি পরিষ্কার।
ক্লায়েন্টরা বলেন, অন্য ক্লিনাররা ম্যাসাজ করে দেয়। এক্ষেত্রে অর্থ তো অবশ্যই সহায়ক। এক্ষেত্রে আমাকে যদি আর্থিক প্রণোদনা দেয়া না হয়, তাহলে আমি এসব সার্ভিস দিই না।
ব্রিটিশ মিডিয়ার খবরে বলা হয়েছে, তিনি নিজের এলাকায় কাজ করেন। বিভিন্ন ধরনের খদ্দের তার সেবা নেয়ার জন্য চুক্তি করেন। যখন নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে পরিচয় হয় তখন বেশি অর্থ উপার্জনের চেষ্টা করেন। নতুন কিছু করার চেষ্টা করেন।
লটি বলেন তার ক্লায়েন্টদের মধ্যে আছেন বিভিন্ন বয়সী। আছেন প্রবীণরা। তারা সঙ্গ চান। আছেন যুবসমাজ। তাদের কাছ থেকে অর্থ উপার্জন করেন। এসব ক্লায়েন্ট একটু অন্যরকম সুবিধা চান।
লটির বেশিরভাগ ক্লায়েন্টই বন্ধুপ্রতীম। তারা অনুমতি ছাড়া সীমা অতিক্রম করেন না। আবার কেউ কেউ অনেকদূর পর্যন্ত অগ্রসর হন।
লটি বলেন, সবসময়ই আমি অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করতে চাই। এ জন্য নগ্ন হয়ে কাজ করি। এখন এটা আমার সয়ে গেছে। আমি এখন সবকিছু চেষ্টা করি। তবে অনেক সময় গুগল ম্যাপ ধরে ক্লায়েন্টের বাড়িতে গিয়ে হতভম্ব হয়ে পড়ি।
কারণ, দেখতে পাই ওই বাড়ি বনাঞ্চলে। সেখানে আমাকে রাতে কাজ করতে হবে। এতদূর যাওয়ার পর ভাবি, কাজটা আমাকে করতেই হবে। এমনি করে কয়েক বছরে বিভিন্ন রকম ক্লায়েন্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
তিনি বলেন, একবার বিব্রতকর অবস্থায় পড়ি। আমি ঘরে থাকা অবস্থায় একজন যুবক তার টেলিভিশনে নীল ছবি ছেড়ে দেয়। আমি সেটা দেখবো না জানিয়ে দিই। এমনও যুবক আছেন, যারা খুব বেশি সামাজিক। তারা ভিন্ন কিছু প্রত্যাশা করেন।
৬ বছর ধরে কাজ করছি আরেকজন যুবকের জন্য। তিনি একজন ন্যুডিস্ট। তার জন্য বিষয়টা খুবই স্বাভাবিক। আমি তার বাসায় প্রবেশ করার পর সেও আমার মতো পোশাকে থাকে। আমরা কফি পান করি। তার কুকুরের সঙ্গে খেলা করি। তারপর কাজ করি। তবে প্রথমে এমন ক্লায়েন্টরা নার্ভাস থাকে।
লটি রাই বলেন, যা করছি সে সম্পর্কে জানে আমার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা। তবে যেজন্য এটা করছি, সেজন্য তারা বিস্মিত হতে পারেন। তারা মনে করতে পারেন এসব পুরুষ উদ্ভট। কিন্তু প্রকৃতপক্ষে তারা খুব ভাল।
প্রথমে তিনি সেকেন্ডহ্যান্ড পোশাক বিক্রি করতেন। এর পাশাপাশি ২০১৭ সালের অক্টোবরে নগ্ন পরিচ্ছন্নকর্মী হিসেবে প্রথম কাজ শুরু করেন। উদ্দেশ্য, কিছু নগদ অর্থ উপার্জন। এখন তিনি এই কাজের বর্ণনা দেন ইন্সটাগ্রামে। সেজন্য একটি একাউন্টও খুলেছেন। এসব খবর দিয়েছে ব্রিটিশ মিডিয়া।
Leave a Reply