ব্রিটিশ রাজতন্ত্র বিলুপ্তির দাবিতে রাজধানী শহর লন্ডনে গতকাল সোমবার এক বিক্ষোভ মিছিল হয়েছে।
কমনওয়েলথ দিবস উপলক্ষ্যে সোমবার ওয়েস্টমিনস্টার হলের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ‘রাজতন্ত্র মানি না’, রাজতন্ত্র নিপাত যাক’, ‘রাজপরিবার বর্ণবাদী’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে রাজতন্ত্রবিরোধী স্লোগান দেন।
বিক্ষোভের আয়োজক রিপাবলিক দলের নেতা গ্রাহাম স্মিথ বলেন, আমরা ব্রিটেনকে গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই।
আমরা একটি আধুনিক, মুক্ত গণতন্ত্রচর্চার দেশ হিসেবে ব্রিটেনকে দেখতে চাই, যেখানে আইন সবার কাছে সমান হবে।
গ্রাহাম স্মিথ আরও বলেন, রাজতন্ত্র আমাদের দেশের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং প্রাচীনপ্রথা এখনো চালু রেখেছে।
উল্রেখ্য, রিপাবলিক দল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালিত হয়ে আসছে।
Leave a Reply