রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:১৫

দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত

দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল, লন্ডন / ৭৩
প্রকাশ কাল: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

রোববার ১২ মার্চ পূর্ব লন্ডনের বিগ ল্যান্ড স্ট্রীটে অবস্থিত ‘দারুল উম্মাহ সেন্টার ’এ দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয়  সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদের সভাপতিত্বে এবং সংগঠনের  ডিপুটি সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মুকিতের পরিচালনায়  অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পেশ করেন আলহাজ আব্দুর রাজ্জাক।

এরপর দারসে হাদীস পেশ করেন  মাওলানা মুমীনুল ইসলাম ফারুকী।পরে গত সভার কার্য বিবরণী এবং   ষাম্মাসিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আরমান আলী।
আর্থিক রিপোর্ট পেশ করেন সংগঠনের ট্রেজারার মোহাম্মদ মারফত আলী। এরপর পঠিত রিপোর্টার উপর  প্রশ্নোত্তর পর্ব চলে।

সদস্য সম্মেলনের দ্বিতীয় পর্ব বেলা আড়াইটায় শুরু  হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের   সেক্রেটারি জেনারেল আরমান আলী। সভার শুরূতে একটি নাশিদ পরিবেশন করেন  মাহমুদ হোসেইন।

এরপর  দাওয়াতুল ইসলামের ক্রয়কৃত নতুন  সেন্টার ও অন‍্যান‍্য বিভাগের আপডেট  এবং  বিভিন্ন কার্যক্রমের  আপডেট প্রদান করেন সংগঠনের শংশ্লিষ্ট  দায়িত্বশীলদের মধ্যে ব‍্যারিস্টার আব্দুল্পাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুর রহিম, রঙ্গু মিয়া, রফিকুল হক, আকসার হোসেইন প্রমুখ।

সংগঠনের আমীর হাফেজ মাওলানা আবূ সায়ীদ তাঁর বিদায়ী বক্তব্যে  উপস্থিত সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং দাওয়াতুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা এবং  দাওয়াতী দ্বীনের কাজকে আরো গতিশীল করতে সবার প্রতি  উদাত্ত আহবান জানান। সংগঠনের কেন্দ্রীয় বিভাগীয় প্রধান ও শূরা সদস‍্য মাওলানা আব্দুর রহমান মাদানীর দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত সদস্য সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সদস্য-সদ্যাসা সম্মেলনে যোগ দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2022