আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে রপ্তানি পণ্য ১ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাব। এজন্য প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা অনুযায়ী পণ্যের মান রক্ষা করতে হবে বলে জানিয়েছে এ খাতের সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে ব্র্যাক সেন্টার ইন এ রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টেকগ্রেশান ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত ‘যুক্তরাজ্যের বাজারে রপ্তানি সম্প্রসারণ এবং বৈচিত্র্যকরণ’ শীর্ষক অংশীজনদের মতবিনিময় অনুষ্ঠানের মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়।
এতে বক্তারা বলে, ২০০০ সালে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশ থেকে রপ্তানি হতো ৫০ কোটি ডলারের পণ্য। দুই যুগের ব্যবধানে ২০২২ সালে এসে দাঁড়িয়েছে ৫০০ কোটি ডলার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. ফয়জুল ইসলাম, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম এহসান।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) সহকারী উন্নয়ন পরিচালক ড. ডানকান ওভারফিল্ড।
Leave a Reply