ভাল কাজ করার জন্য যে বয়স কোনো বাধা হতে পারে না তা প্রমাণ করে দিলেন এক ব্রিটিশ শতবর্ষী নারী।
যে বয়সে মানুষ বিশ্রাম খোঁজে, সেই বয়সে হৃদরোগীদের জন্য ১৭ মাইল হেঁটে ৬০ হাজার পাউন্ড (৭৯ লাখ টাকা) সংগ্রহ করেছেন ১০৬ বছরের জোয়ান উইলেট।
এই সংগ্রহের পুরো টাকা ইতোমধ্যে ব্রিটেনের হৃদরোগ চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান ব্রিটিশ হার্ট ফান্ডে দান করেছেন তিনি। তার এই কাজের জন্য ব্রিটিশ সরকারের বেসামরিক সম্মাননা পয়েন্টস অব লাইটও অর্জন করেছেন জোয়ান।
এনডিটিভি জানিয়েছে, এর আগে জোয়ান নিজে দুই দফা হার্ট অ্যাটাকের শিকার হন। পেশাগত জীবনে স্কুলশিক্ষক ছিলেন তিনি।
বাইপাস সার্জারি ও হৃদপিণ্ডের ভাল্ব পরিবর্তন করে বেঁচে গিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠার পর থেকেই হৃদরোগীদের জন্য কিছু একটা করার ইচ্ছে ছিল তার মনে।
তবে একদিন টেলিভিশনে শতবর্ষী সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন টমের হেঁটে হেঁটে তহবিল সংগ্রহ দেখে নিজেও এই পদ্ধতি কাজে লাগানোর সিদ্ধান্ত নেন জোয়ান।
জানা গেছে, কোভিড মহামারির সময় যখন মাসের পর মাস লকডাউন ছিল, সে সময় বাড়ি থেকে বেরিয়ে এই তহবিল সংগ্রহ করতেন তিনি।
গোটা মহামারির সময় নিয়মিত বাড়ি থেকে বের হয়েছেন জোয়ান। এই তহবিল সংগ্রহের জন্য তিনি মোট হেঁটেছেন ১৭ মাইল বা ২৮ কিলোমিটার পথ।
বৃটিশ হার্ট ফাউন্ডেশনের শীর্ষ নির্বাহী ডা. শারমেইন গ্রিফিথ জোয়ান সম্পর্কে বলেন, তিনি একজন অসাধারণ মানুষ।
মহামারির সেই কঠিন দিনগুলোতে দিনের পর দিন একটু একটু করে বিপুল পরিমাণ তহবিল তিনি গড়ে তুলেছেন তিনি। তার এই সংগ্রাম আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে।
আমার সবাই গর্বিত যে আমাদের প্রধানমন্ত্রী তাকে পয়েন্টস অব লাইট সম্মানায় ভূষিত করেছেন। নিজেই একজন হৃদরোগী হওয়ার কারণে, তিনি জানেন গবেষণা কতটা গুরুত্বপূর্ণ।
Leave a Reply