বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৩২

সালামি পাওয়ারে আনন্দে কয়েকগুণ বেড়ে যায় ঈদের খুশি

সালামি পাওয়ারে আনন্দে কয়েকগুণ বেড়ে যায় ঈদের খুশি

অন্যকিছু ডেস্ক / ২৪০
প্রকাশ কাল: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

একমাস সিয়াম সাধনার পর আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।

শিশু-কিশোরদের আনন্দ যেন কয়েকগুণ বেশি। আর এই আনন্দের অন্যতম অনুসঙ্গ হলো ঈদ সালামি।

শনিবার (২২ এপ্রিল) সকালে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে মুনাজাতে অংশ নেন মুসল্লিরা। এর মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা।

নামাজ শেষে বাসায় ফেরার পর শুরু হয় বড়দের কাছ থেকে সালামি নেওয়া। সালামি আদান-প্রদানে থাকে আন্তরিকতা। ছোট-বড় সবার কাছেই সালামি একটি অন্যতম অনুসঙ্গ।

বড়দের সালাম করে নতুন নোটের আবদার থাকে ছোটদের। শুধুমাত্র শিশুরাই নয় সব বয়সের মানুষের মধ্যেই থাকে এ ধরনের এক উচ্ছ্বাস।

ছোট্ট শিশু সামিয়া ঈদের দিন অপেক্ষা করেন নামাজ পড়ে বাবা কখন আসবে। বাবা আসতেই সালাম করে সালামি পেয়েছেন পাঁচশ টাকা।

জানতে চাইলে সামিয়া জানায়, আব্বু পাঁচশ টাকা দিয়েছে। চাচ্চু দিয়েছে পাঁচশ টাকা। এখন ফুপুর বাসায় যাবো। সবাই আমাকে নতুন নোট দিয়েছে।

ঈদে সালামিটা সবার জন্যই আনন্দের কারণ। ছোটরা এসে সালাম করে সালামি আবদার করে। আসলে, এটা খুব ভালো লাগে। আমরা বড়রা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হয় সালামি দেয়ার। এটি ঈদের আমেজ তৈরি করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023