বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৩৭

যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন

যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ১১৪
প্রকাশ কাল: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

নিপীড়নের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের মুখে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবের পদত্যাগের পর তার জায়গায় অলিভার ডাউডেনের নাম ঘোষণা করেছে সরকার।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারে বর্তমানে কেবিনেট অফিস মিনিস্টার হিসাবে আছেন ডাউডেন। সুনাকের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র তিনি।

সুনাকের কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানও ছিলেন তিনি। তবে গত জুনে দুটো উপনির্বাচনে দলের ভরাডুবির পর ডাউডেন এই পদে ইস্তফা দিয়েছিলেন।

এর আগে ২০১৫ সাল থেকে ডাউডেন ছিলেন হার্টফোর্ডশায়ার থেকে নির্বাচিত এমপি। সরকারের কয়েকটি ঊর্ধ্বতন পদে তিনি কাজ করেছেন।

নতুন উপপ্রধানমন্ত্রী পদে ডাউডেনের নাম ঘোষণার পাশাপাশি নতুন বিচারমন্ত্রী হিসাবে আইনপ্রণেতা অ্যালেক্স চকেরও নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে ডমিনিক রাব উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি বিচার মন্ত্রীও ছিলেন। তার আচরণ নিয়ে পূর্ণ তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে অপমানজনকভাবে আচরণ করতেন এবং ভয়ভীতি দেখাতেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রেক্সিটমন্ত্রী থাকার সময়ও তিনি স্টাফ সদস্যদের সঙ্গে রূঢ় আচরণ করতেন।

তার আচরণ নিয়ে এমন ৮টি আনুষ্ঠানিক অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হাতে আসার একদিন পর রাব শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023