বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১১:৫৫

মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীন আর নেই

মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীন আর নেই

নিউজ ডেস্ক, সিলেট / ৯৪
প্রকাশ কাল: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী, বিশিষ্ট লেখক- গবেষক-ইতিহাসবিদ ও সমাজসেবী, সাবেক নোটারী পাবলিক সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেট আর নেই।

রোববার সকাল পৌনে ৭টায় মৌলভীবাজারস্থ লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন। আজ বিকেল ৩.৩০ মিনিটে মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে মরহুম সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেটের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুইসারে ২য় নামাজে জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।

সৈয়দ জয়নাল আবেদীন ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত অমায়িক, সদালাপী, সজ্জন, নিরহংকারী এবং সমাজহিতৈষী। ছিলেন মৌলভীবাজারের একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

দলমত নির্বিশেষে সবার কাছে ছিলেন শ্রদ্ধা- ভালোবাসার পাত্র। তাঁর মৃত্যূতে মৌলভীবাজারে এবং পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির অতিপরিচিত মুখ ও স্বনামধন্য কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী (যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালাম চৌধুরী নামে সমধিক পরিচিত) এর আপন বড় ভাই সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেট।

মৌলভীবাজারের স্বনামধন্য ব্যক্তিত্ব সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেটের মৃত্যুতে দেশ-বিদেশ থেকে বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অরগ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস-এর কেন্দ্রীয় চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রদূত তোজাম্মেল টনি হক এমবিই ও সেক্রেটারি জেনারেল তোফাজ্জল হোসেন চৌধুরী, গ্লোবাল এ সংগঠনের সিলেট ডিভিশনাল চাপ্টারের সভাপতি মুহাম্মদ ফয়জুর রহমান পৃথক শোক বার্তায় মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী, লেখক-গবেষক ও সমাজ সংগঠক সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেট-এর মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023