প্রথমে ঘাসের ওপর দিয়ে হিঁচড়ে টানতে টানতে নিয়ে আসা হলো মাঠের এক প্রান্তে। তার পর তাকে সেখান থেকে উঠতে না দিয়েই যত্রতত্র লাথি মারতে শুরু করলেন দুই নারী।
মাথায়, মুখে, বুকে, পেটে, পিঠে জুতো পরা পায়ের আঘাতে কুঁকড়ে যেতে থাকলেন তরুণী। কিন্তু তার পরও থামলেন না দুই নারী। পার্কের মাঠে তরুণীকে ফেলে চললো মারধর।
এরকম একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পেড়েছে। ওই তরুণীকে যেভাবে মারধর করা হয়েছে তাতে হতবাক হয়েছেন সবাই।
জানা গেছে, ঘটনাটি যুক্তরাজ্যের। সম্প্রতি উত্তর-পশ্চিম লিসেস্টারশায়ারের অ্যাসবি এলাকার একটি পার্কে হঠাৎ ওই তরুণীকে আক্রমণ করেন দুই নারী।
ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন ওই তরুণীর বড় বোন। তিনি লিখেছেন, আমার সৎবোনের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে।
যে দুই নারী তার ওপর এই ভাবে চড়াও হয়েছিলেন, আমি তাদের নিন্দা করে সময় নষ্ট করতে চাই না। কিন্তু আমি চাই এই পোস্টটি শেয়ার হোক। তাদের কীর্তি মানুষ দেখুক।
ডিয়ানো নামে একটি টুইটার অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই ভাইরাল হয়েছে। ভুক্তভোগী তরুণীর ওই পোস্টে আরও একটি ভিডিও শেয়ার করেছেন।
তাতে দেখা যাচ্ছে, পার্কের কাছে বন্ধুদের সঙ্গে বসেছিলেন ওই তরুণী, হঠাৎ তার থেকে বয়সে কিছুটা বড় ওই দুই নারী তাকে চুল ধরে টেনে আনেন। তার পর শুরু হয় মারধর।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা লিসেস্টারশায়ার পুলিশেরও নজরে আসে। এই ঘটনার প্রেক্ষিতে নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্টও করে পুলিশ।
তারা জানিয়েছে, লিসেস্টারশায়ারের পুলিশ কর্মকর্তারা এই ভিডিও দেখে তদন্ত শুরু করেছে। কারা এই কাণ্ডটি ঘটিয়েছে, তা খুঁজে বের করবে তারা।
Leave a Reply