বিশ্বনাথ উপজেলার এলাহাবাদ আলিম মাদ্রাসার উন্নয়ন কাজে এবং এতিম ও গরীব শিক্ষার্থীদের মাঝে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল রোববার ৩০ জুলাই দুপুরে মাদ্রাসায় তিন লক্ষ টাকা এবং শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ টাকা বিতরণ করা হয়। অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন- এলাহাবাদ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হরমুজ আলী, এডহক কমিটির সাবেক সভাপতি নিজামুল ইসলাম নৌসা।
এছাড়াও অভিভাবক সদস্য নূর উদ্দিন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক মাওলানা নূরুর রহমান, মাদ্রাসার প্রভাষক আলতাফুর রহমান, ফরিদুল ইসলাম, হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক এটিএম নূর উদ্দিন, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা ফারুক আহমদ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ট্রাস্টের সদস্য এহছানুর রহমান, ফারুক আহমদ, নাজমা আক্তার রায়হানা, আমিনুর রহমান, সংগঠক কমর উদ্দিন, লিলু মিয়া, লিয়াকত আলী প্রমুখ।
Leave a Reply