বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৫৪

গোলাপগন্জ হেল্পিং হ্যান্ডসের নির্বাচন উপলক্ষে লুটনে দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদের সভা অনুষ্ঠিত

গোলাপগন্জ হেল্পিং হ্যান্ডসের নির্বাচন উপলক্ষে লুটনে দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, লন্ডন / ৮৭
প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

আগামী ৮ই অক্টোবর রবিবার ঐতিহ্যবাহী গোলাপগন্জ হেল্পিং হ‍্যান্ডস ইউকের নির্বাচন উপলক্ষে মংগলবার ১২ সেপ্টেম্বর লুটনের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্টিত হয় দিলওয়ার- হাফিজ – একলিম পরিষদের সাথে লুটনে বসবাসরত গোলাপগন্জবাসীর এক মতবিনিময় সভা।

উক্ত  সভার সভাপতিত্ব করেন লুটনের সবার পরিচিত মুখ লুটন জালালাবাদ জামে মসজিদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব আসাদুর রহমান খান মনসুর। মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য জনাব সাহেদ আহমদ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও গোলাপগন্জ এডুকেশন ট্রাষ্টের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ইসি সদস্য, লক্ষিপাশা ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সচিব জনাব আব্দুল হালিম মাহমুদ নাহিন।

সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা লুটন জনকল‍্যান সমিতির সম্মানিত সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ফয়ছল আহমেদ চৌধুরী, কমিউনিটির জনপ্রিয় মানুষ ও বিশিষ্ট রাজনীতিবিদ শামীম আহমেদ, বিশিষ্ট সমাজসেবক গোলাপগন্জ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান তজম্মুল আলী, বার্মিংহাম কমিউনিটির জনপ্রিয় ব‍্যাক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা এনামুল হক খান নেপা, বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি নেতা নিজাম উদ্দিন, হ‍্যাল্পিং হ‍্যান্ডসের অন‍্যতম সদস্য, সাবেক নির্বাচন কমিশনার বিশিষ্ট লেখক কবি ইকবাল বাল্মিকী, সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি সায়াদ আহমদ সাদ, সাবেক সফল সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত অর্থসচিব তমিজুর রহমান রন্জু, ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্হার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট কমিউনিটি নেতা দেলওয়ার আহমেদ শাহান, বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা আরেফ মন্জুর চৌধুরী মিঠু, সংগঠনের অন‍্যতম সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস‍্য সচিব নুনু মোহাম্মদ শেখ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত  নজরুল ইসলাম, সংগঠনের প্রতিষ্টাতা এবং বর্তমান ইসি কমিটির সদস্য রিয়াজ উদ্দিন, সংগঠনের সাবেক সফল সাধারণ সম্পাদক তানহার আহমেদ তুহিন, সাবেক সহ সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম অর্থ সচিব নুরুল ইসলাম, সংগঠনের প্রতিষ্টাতা সদস্য এবং ট্রেজারার, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ, সাবেক সহ সভাপতি সালাহ উদ্দিন এবং সংগঠনের অন‍্যতম সদস্য, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন।

শত শত ট্রাষ্টিদের আনন্দ, উচ্ছাস আর করতালির মধ‍্য দিয়ে অনুষ্টানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- গোলাপগন্জবাসীর প্রিয় মানুষ, গরীবের বন্ধু বলে খ‍্যাত মানবতাবাদী মানুষের এক উজ্জ্বল দৃষ্টান্ত আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী দিলওয়ার হোসেন, এই সংগঠনের প্রতিষ্টাতা সদস্য, সংবিধান প্রনেতা, সাবেক নির্বাচন কমিশনার আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুর রহমান, তরুণ উদীয়মান সংগঠক, তারুন‍্যের অহংকার আসন্ন নির্বাচনে কোষাধ‍্যক্ষ প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী একলিম, আসন্ন নির্বাচনে সহ সভাপতি প্রার্থী কমিউনিটির অত‍্যন্ত জনপ্রিয় মুখ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি প্রার্থী সদা হাস‍্যজ্জল সাদা মনের মানুষ আলতা মিয়া, সহ সভাপতি প্রার্থী আব্দুল কাইয়ুম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী মখছুছ আহমেদ জোয়ারদার, ক‍্যালচ‍্যারাল সেক্রেটারী প্রার্থী আলম চৌধুরী, আসন্ন নির্বাচনে সদস্য প্রার্থী, স্পষ্টবাদী মানুষ হিসাবে সবার কাছে পরিচিত কাওসার আহমেদ জগলু এবং সদস্য প্রার্থী লুটনের বাসিন্দা এই প্রজন্মের অত‍্যান্ত জনপ্রিয়মানুষ সাজারুল ইসলাম সাজন।

সভায় আগত সবাই  লুটন থেকে আসন্ন নির্বাচনে দিলওয়ার-হাফিজ -একলিম পরিষদকে বিজয়ী করতে উনাদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। গোলাপগঞ্জ উপজেলার উন্নয়ন ও গরীব, অসহায় মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়ার জন‍্য আসন্ন নির্বাচনে দিলওয়ার-হাফিজ-একলিম পরিষদকে বিজয়ী করতে প্রিয় লুটনবাসী এক ও অভিন্ন হয়ে কাজ করার দৃপ্ত শ্বপথ ব‍্যাক্ত করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023