বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩৭

ফ্রান্সে হিউম্যান রাইটস্ ভায়োলেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফ্রান্সে হিউম্যান রাইটস্ ভায়োলেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, ফ্রান্স / ১৪০
প্রকাশ কাল: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হোটেলের কনফারেন্স রুমে “হিউম্যান রাইটস্ ভায়োলেশন ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুস্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরীর আয়োজন ও উপস্থাপনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয় সম্পাদক খ্যাতনামা কন্ঠশিল্পী বেবি নাজনীন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন, ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন ফোরাম ফর দি ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস্ এর সেক্রেটারী জেনারেল মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স ২৪- নিউজ এর বাংলা বিভাগের সম্পাদক মোহাম্মদ আরিফ উল্লাহ, মিশরের পলিটিক্যাল প্রিজনার ও মানবাধিকার কর্মী রেমি শাত, সাবেক সেনা সদস্য মীর জাহান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন শাহীন।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম সেমিনার সার্বিক তত্বাবধায়ন করেন। সেমিনারের শুরুতে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের একটি প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন- ফ্রান্স বিএনপির সহ-সভাপতি এম এইচ রহিম, সিরাজুর রহমান, মাহবুব আলম রাঙ্গা, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার আহ্বায়ক গোলাম মাহমুদ আজম ও ফ্রান্স বিএনপির আন্তর্জাতিক সম্পাদক দিব্য রয় প্রমুখ।

সেমিনারে বক্তরা বলেন, বাংলাদেশের সাধারন জনগন আজ এক কঠিন সময় অতিবাহিত করছে।ফ্যাসিবাদের চরম বহিঃপ্রকাশ ঘটেছে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে।

তারা বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। মত প্রাকাশের স্বাধীনতা হরন করা হয়েছে। গুম খুনের মাধ্যমে বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের সাধারন মানুষের মৌলিক অধিকার খর্ব করেছে। দেশের নির্বাচন পক্রিয়া ও আইনের শাসন ধ্বংস করেছে। মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে গণধিকৃত এই সরকার গোটা বাংলাদেশকে কারাগারে পরিনত করেছে।

বক্তরা, এই ফ্যাসিবাদী অগণতান্ত্রিক সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে দেশ ও দেশের বাহিরে শক্ত প্রতিরোধের বুহ্য রচনা করতে সকলের প্রতি আহ্বান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2023