নতুন চাকরিতে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন কর্মজীবনে তাকে উপস্থাপক, অনুষ্ঠান নির্মাতা ও ভাষ্যকারের কাজ করতে দেখা যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজে সংবাদ উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন তিনি। ২০২৪ সালের শুরুর দিকে টিভি পর্দায় খবর পড়তে দেখা যাবে তাকে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের শুরুতে তিনি এমপি পদ থেকে সরে দাঁড়ান। আগামী বছর যুক্তরাজ্য ও মার্কিন নির্বাচনের সংবাদ গ্রহণে মূল দায়িত্ব পালন করবেন তিনি।
এছাড়া বিশ্বজুড়ে ব্রিটেনের শক্তি তুলে ধরতে একটি সিরিজ উপস্থাপনা করতে দেখা যাবে তাকে। নতুন এই কর্মজীবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনসন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ভিডিওতে তিনি রাজনীতি এবং বৈশ্বিক ইস্যুতে নিজের কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, এটি বলতে পেরে ভালো লাগছে যে আমি দ্রুতই জিবি নিউজে যোগ দিতে যাচ্ছি। এই চ্যানেলে আমি রাশিয়া, চীন, ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল তুলে ধরবো।
২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বরিস জনসন। ২০২২ সালের জুনে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর উক্সব্রিজ ও দক্ষিণ রুইসলিপের এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এরপর জুলাইয়ে পার্লামেন্ট থেকেও পদত্যাগ করেন তিনি। এমপি পদ থেকে সরে দাড়ানোর পর তিনি তার আগের পেশা সাংবাদিকতায় ফিরে যান। বর্তমানে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে কলাম লেখকের কাজ করছেন।
Leave a Reply