শিহাবুজ্জামান কামাল
***
দেশের মানুষ মুক্ত হলো
জালিমবাজের হাত থেকে
জান বাঁচাতে পালালো সে
গদিবদি সব রেখে।
কোথায় গেল দাম্ভিকতা কোথায় এখন ক্ষমতা
গর্জে উঠে ছাত্র সমাজ
আর যে দেশের জনতা।
লক্ষ মাযের কোল খালি হয
ঝরলো হাজার কচি প্রাণ
তাঁদের ডাকে আন্দোলন হয
শক্তিশালী বেগবান।
দেশ বিবোধি চক্র যারা
ভয়ের চটে সব পালায়
অভিশাপের মালা পরে
এবার তারা নিজ গলায়।
দেশ বিদেশে গনজোয়ার
সর্বত্র বয় খুশির বান
স্বৈরাচারেব কবল থেকে
জাতি পেল পরিত্রান।
সোনার বাংলার বীর বাঙ্গালী
ভয় করেনা ঝড় তুফান
গড়তে জানে ইতিহাসটা
বিলিয়ে দিয়ে নিজের প্রাণ।
Leave a Reply