রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮

হযরত আয়েশা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত আয়েশা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘হযরত আয়েশা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।

জন্ম ও বংশ পরিচয়
উম্মুল মোমেনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’য়ালা আনহার জন্ম ৬১৩ খ্রীষ্টাব্দের শেষের দিকে। তবে অনেক ঐতিহাসিকের মতে এ সময় কাল ৬১৪ খ্রীষ্টাব্দের শুরুর দিকে বলে বিবেচিত হয়।

তার পিতার নাম হযরত আবুবকর রাদিয়াল্লাহু তায়ালা আনহু। হযরত আয়েশার মায়ের নাম হযরত জয়নব উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তায়ালা আনহা। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নবুয়ত প্রাপ্তির পর চারবছর অতিবাহিত হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’য়ালা আনহার জন্ম হয়।

হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’য়ালা আনহার জীবন থেকে আমাদের শিখার আছে অনেক কিছুই। বিস্তারিত আলোচনায় যেতে গেলে সেটা দীর্ঘায়িত হবে। আবার খুবই অল্প কোথায় সবটা গুছিয়ে লেখা সম্ভব নয়।

তাই যতটুকু পারি বিবরণের সাথেই আমাদের জীবনের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’য়ালা আনহার জীবন থেকে থেকে প্রাপ্ত শিক্ষণীয় দিকগুলো তুলে ধরার চেষ্টা করব।

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সাথে আয়েশা (রাঃ) এর বিয়ে ও বৈবাহিক জীবনের শুরু
মাত্র ছয় বছর বয়সে তাঁর বিয়ের কথা চলছিল জাবির ইবনে মুতয়িম এর সাথে। অবশ্য শেষ পর্যন্ত তিনি মা আয়েশা (রাঃ)কে বিয়ে করলেন না, এই ভয়ে যে তাঁকে বিয়ে করলে পরিবার ইসলামের ছায়াতলে চলে আসবে।

প্রচলিত নির্ভরযোগ্য মতানুসারে মা আয়েশা (রাঃ) এর বয়স যখন ছয়, তখন শিশু আয়েশার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাঁচশত দেরহাম মোহরের বিনিময়ে বিয়ে হয়েছিল।

কিন্তু সেসময় ই তাদের বৈবাহিক জীবন শুরু হয়ে যায়নি। বরঞ্চ নির্ভরযোগ্য মতানুসারে মা আয়েশা (রাঃ) এর বয়স যখন নয় বছর মতভেদে দশ/১৫ বছর, সেসময় থেকে তাদের বৈবাহিক জীবন শুরু হয়।

ছয় ও নয় বছরের মধ্যবর্তী সময় তিনি পিতৃগৃহে শিশুসুলভ ভাবেই কাটিয়েছিলেন। বয়সের দিক থেকে তিনি ছিলেন বিশ্বনবীর স্ত্রীদের মধ্যে কনিষ্ঠতম।

যে বিয়ে তৎকালীন কুসংস্কারের মূলে আঘাত করে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা’য়ালা আনহার সাথে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাই এর সম্পর্ক ছিল। সেসময়কার আরবের অন্য সকল কুসংস্কারের মতোই একটি কুসংস্কার ছিল এইযে- কাউকে ভাই বলে সম্বোধন করা হলে তার মেয়েকে বিয়ে করা বৈধ নয়।

একইসাথে নিষিদ্ধমাস সমূহে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতোনা ইসলামের উদ্ভাসিত আলো এসকল ধারণার মুলে আঘাত করল। হযরত আয়েশা (রাঃ) এর সাথেমহানবী হযরত মোহাম্মদ সাঃ এর বিয়ে হলো শাওয়াল মাসে।

পরবর্তীতে কিছুকাল পরে আরেক শাওয়াল মাসে মহানবী (সাঃ) আয়েশা (রাঃ) কে নিজের ঘরে উঠিয়ে এনেছিলেন। এমাসে কোন একসময় সেখানে মহামারী হয়েছিল বলে এই মাসকে অশুভ ধরা হত। এভাবেই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) উভয় কুসংস্কারের মুলে আঘাত করলেন।

বলিষ্ঠ নেতৃত্ব এবং একইসাথে স্বামীর জন্য মহব্বত, স্নেহ, মমতার উৎস
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’য়ালা আনহার এর জীবনী আমাদের এই শিক্ষা দেয় যে, একজন নারীও ক্ষমতা রাখে যেকোন পুরুষ অপেক্ষা অধিকতর জ্ঞানী হবার।

এমনকি একজন নারী হতে পারে নারী পুরুষ নির্বিশেষে যেকোন জ্ঞানী বা পন্ডিত ব্যক্তির শিক্ষার পথপ্রদর্শক। তাঁর জীবন এটাও আমাদের শিখায় যে একজন নারী স্বীয় নেতৃত্বের গুণাবলীতে ভাস্বর হয়ে, নারী ও পুরুষ উভয়ের উপরি প্রভাব বিস্তার করতে পারে।

তাদের নিজের বলিষ্ঠ নেতৃত্বের গুনের মাধ্যমে অনুপ্রাণিত করতে পারে জীবনের নানান ক্ষেত্রে। অনেকে নারী জ্ঞান ও নেতৃত্বের গুনের ভারে নিজের নারীত্ববোধ ওমমত্ববোধ হারিয়ে ফেলেন যা আমাদের সমাজে সচারচর হয়ে থাকে।

মা আয়েশা (রাঃ) এর জীবন থেকে আমরা এশিক্ষা পাই যে নেতৃত্বের ও জ্ঞানের মহিমায় গুণান্বিত হওয়ার পাশাপাশিই একজন নারী হয়ে উঠতে পারে তার স্বামীর জন্য মহব্বত, স্নেহ, মমতার উৎস।

আয়েশা (রাঃ) এর মেধা ও প্রজ্ঞা
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’য়ালা আনহার মেধা ও প্রজ্ঞার দিক থেকে ছিলেন অন্যতম। তিনি ছিল ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তম স্ত্রী।

তিনি কোন ধরণের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শিক্ষার অধিকারী ছিলেন না। বরঞ্চ তার অর্জিত জ্ঞান ছিল আল্লাহ প্রদত্ত এবং স্বীয় চেষ্টা এবং নিরন্তর অধ্যাবসায়ের ফল।

মা আয়েশা (রাঃ) এর যুগে সে ধরণের কোন শিক্ষাপ্রতিষ্ঠানও ছিলোনা। তথাপি তার জ্ঞানমূলক বাক্য, তার দেওয়া শিক্ষা মুসলিম ইতিহাসের একটি উল্লেখ্যযোগ্য অংশ। খুব অল্প বয়সেই তিনি বিভিন্ন ক্ষেত্রে তার মেধার এবং অতুলনগ স্মরণশক্তির পরিচয় রেখেছিলেন।

উম্মুল মোমেনীন হযরত আয়েশা (রাঃ) স্বয়ং মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর স্নেহ, ভালোবাসা ও শিক্ষার সংস্পর্শে ছিলেন। তার মত করে কোন নারী মহানবীর সান্নিধ্যে থেকে এতটা জ্ঞান অর্জন করতে পারেননি।

দয়াল নবী, শিশু আয়েশা ও শৈশব
মহানবীর সাথে বিয়ের পর আয়েশা( রাঃ) সংসার জীবন শুরুর আগে পর্যন্ত শিশুবৎসল ভাবেই তার পিতৃগৃহে সময় কাটিয়েছিলেন। এমনকি যখন মহানবী (সা:) তার সাথে দেখা করতে আসত তখন তার বান্ধবীরা ছুটে বেরিয়ে গেলে মহানবী গিয়ে তাদের ডেকে নিয়ে আসতেন।

মহানবী চাইতেননা শিশু আয়েশার জীবনে এই শৈশবের আনন্দের ব্যাঘাত ঘটুক। তিনি মাঝে মধ্যে তাদের সাথে শিশুতোষ খেলায় যোগ দিতেন। একবার মহানবী যখন আসলেন সে সময় আয়েশা (রাঃ) পুতুল নিয়ে খেলছিলেন।

দয়াল নবী তাকে জিজ্ঞেস করলেন “ওহে আয়েশা এ কেমনতর খেলা খেলছ? ” আয়েশা (রাঃ) উত্তর দিলেন এটা সোলমনের ঘোড়া। দয়াল নবী এ উত্তরে মৃদু হাসলেন। মাঝে মাঝে তিনি এমন ভাবে আসতেন যাতে করে আয়েশা (রাঃ) ও তার খেলার সাথীদের খেলায় ব্যত্যয় না ঘটে।

তার বিয়ের ঘটনা সম্পর্কে আয়েশা (রাঃ) বলেন, তিনি খেলছিলেন, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বধূ হিসেবে তৈরী করতে। তাকে ভালো পোশাকে তৈরী করে নিয়ে যাওয়া হয়, যেখানে অপেক্ষায় ছিল আনসারদের স্ত্রীগণ। তারা তার আগামীর জন্য প্রত্যাশা ব্যক্ত করল।

হাস্যোজ্জ্বল দয়াল নবীর উপস্থিতিতে এক পেয়ালা দুধ আনা হলো। মহানবী নিজে সেখান থেকে খানিকটা পান করে আয়েশা ( রাঃ) কে কিছুটা পান করতে বললেন। লাজুক আয়েশা (রাঃ) প্রথমে লাজুকভাবে না বললেন।

মহানবী পুনরায় সাধার পরে তিনি পান করলেন একই পেয়ালা থেকে। এরপর আয়েশা (রাঃ) এর বোন আসমা কে দুধ পানের জন্য আহ্বান জানানো হলো। উপস্থিত থাকা সকলেই সেখান থেকে দুধ পান করলেন।

মহানবী (সাঃ) ও আয়েশা (রাঃ) এর ভালোবাসা
মদীনায় নবীর স্ত্রীদের মধ্যে, এটি স্পষ্ট ছিল যে এটি ছিল আয়েশাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সময়ে সময়ে, তার একজন বা অন্য সাহাবীগণ জিজ্ঞাসা করতেন: “হে রসূল (সাঃ), আপনি পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন?”

তিনি সর্বদা এই প্রশ্নের একই উত্তর দেন নি কারণ তিনি তাঁর কন্যা এবং তাদের সন্তানদের প্রতি, আবু বকর, আলীর প্রতি, জায়েদ ও তাঁর পুত্র উসামাহর প্রতি প্রচুর ভালবাসা অনুভব করেছিলেন। তবে তাঁর স্ত্রীদের মধ্যে তিনি এই নামে একমাত্র নামকরণ করেছিলেন।

আয়েশা (রাঃ) ও মহানবীকে অত্যন্ত ভালো বাসতেন। তিনি মহানবীকে প্রায়ই জিজ্ঞেস করতেন তিনি তাকে কেমন ভালোবাসেন?
মহানবী হযরত মোহাম্মদ (সা:) উত্তরে বলতেন দড়ির বন্ধনের মতোই, অর্থাৎ শক্ত এবংদীর্ঘস্থায়ী ভাবে।

আয়েশা (রাঃ) তাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করতেন দড়ির বন্ধন কেমন আছে?
মহানবী (সাঃ) জানাতেন আগের মতোই শক্ত এবং অটুট।

স্বয়ং আল্লাহ কর্তৃক আয়েশা (রাঃ) এর পবিত্রতার ঘোষণা
উম্মুল মোমেনীন হযরত আয়েশা (রাঃ) এর উপর একটি ঘটনার প্রেক্ষিতে আয়িশা ও সাফওয়ান বিষয়ে বিতর্কিত অপবাদ রটানো শুরু হলে, স্বয়ং আল্লাহ কর্তৃক আয়েশা (রাঃ) পবিত্রতা সম্পর্কে ওহী নাজিল হয় মহানবীর জীবদ্দশায়। আয়েশা (রাঃ) মহানবীর জীবদ্দশায় এবং এর পরেও তার ঈমানের শক্ত ভিতের উপর ছিলেন।

আয়েশা (রাঃ) এর আল্লাহর পথে দানের ঘটনা
একটা সময় যখন মুসলমানরা ধনসম্পদ প্রচুর পরিমানে পেতে আরম্ভ করলো এবং অনেক ধনী ব্যক্তি ইসলামের ছায়াতলে আসল, সেসময় আয়েশা (রাঃ) একশ হাজার দিরহাম অর্থ পুরস্কার হিসেবে পেয়েছিলেন।

যখন পুরস্কার পেলেন তখন তিনি রোজা ছিলেন। সেসময় তিনি সম্পূর্ণ অর্থ গরীব, দুঃখী এবং যাদের প্রয়োজন আছে তাদের মাঝে বিলিয়ে দিলেন। যদিও সেসময় তার নিজের ঘরের জন্যই পর্যাপ্ত ছিলোনা।

ক্ষণিক বাদেই এক সারভেন্ট যখন জিজ্ঞেস করলো আপনি কি এক দিরহাম দিয়ে, আপনার ইফতারের জন্য এক টুকরো গোসত ক্রয় করতে পারবেন? তখন আয়েশা (রাঃ) বললেন মনে থাকলে আমি অবশ্যই এক দিরহাম রেখে দিতাম।

মহানবী (সাঃ) এর মৃত্যুর শেষ দিন পর্যন্ত আয়েশা (রাঃ) তার পাশে ছিলেন
মহানবী (সাঃ) এর মৃত্যুর শেষ দিন পর্যন্ত উম্মুল মোমেনীন হযরত আয়েশা (রাঃ) তার পাশে ছিলেন। তার ভালোবাসা ও আশীর্বাদে সিক্ত ছিলেন। দয়ালনবী শেষ বারের মত আয়েশা (রা:) এর ঘরেই ছিলেন। অন্যান্য স্ত্রীদের থেকেও তিনি এই মত পেয়েছিলেন। আয়েশা (রাঃ) কক্ষেই দয়াল নবীর কবর এর ব্যবস্থা করা হয় ।

হযরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর পর আয়েশা (রাঃ) ও তাঁর প্রভাব
হযরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর পর উম্মুল মোমেনীন হযরত আয়েশা (রাঃ) আরো পঞ্চাশ বছরের মোট বেঁচেছিলেন। যাদের মাধ্যমে কুরআন, হাদিস সংরক্ষিত হয়েছিল তাদের মধ্যে তিনি অন্যতম।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) অতীব নিকটে থাকায় তার পক্ষে এমন অনেক কিছুই জানা সম্ভব হয়েছিল যা অন্যথায় সম্ভব ছিলোনা। সবচেয়ে গুরুত্বপূর্র্ণ হলো এটা যে তার অর্জিত হাদিসের শিক্ষা কমপক্ষে তিন জনের মাধ্যমে লিখিত ভাবে সংরক্ষিত হয়েছিল।

সে সময়ের অনেক উচ্চশিক্ষিত ও মর্যাদাবান সাহাবীও আয়েশা(রাঃ) এর থেকে প্রাপ্ত তথ্য দ্বারা উপকৃত হয়েছিলেন। শুধু জ্ঞান অর্জনের মধ্যেই আয়েশা (রাঃ) এর কাজ সীমাবদ্ধ ছিলোনা। তিনি সক্রিয়ভাবে জ্ঞানের বিস্তার এবং সমাজ সংস্কারে ভূমিকা রাখেন।

এই বিষয় নিয়ে আল আহনাফ বলেছেন
“ আমি আবু বকর এবং উমরের বক্তব্য শুনেছি, উসমান এবং আলিরও শুনেছি, এবং আজকে পর্যন্ত সকল খলিফার বক্তব্য শুনেছি, কিন্তু আয়েশা (রাঃ) এর মত এতটা প্রভাববিস্তারকারী, এবং সুন্দর বক্তব্য আর শুনিনি”।

শ্রেষ্ঠ নারী
খাদিজা আল কুবরা, ফাতিমা আজ জোহরা, এবং উম্মুল মোমেনীন হযরত আয়েশা (রাঃ) কে ইসলামের শ্রেষ্ঠ তিন নারী হিসাবে বিবেচনা করা হয়। তার ব্যক্তিত্বের জন্য, এবং দায়িত্ববোধ ও দক্ষতার জন্য তিনি সমাজ , যুদ্ধ , জ্ঞান সকল ক্ষেত্রেই ছিলেন সমান গুরুত্বপূর্ণ। প্রায়শই তিনি যুদ্ধে নিজের অংশগ্রহণ কে অপছন্দের চোখে দেখতেন। তিনি ছিলেন এখনের এবং তার সময়ের সম্মানীত মহিলা।

রোজার মাসে মৃত্যুবরণ
উম্মুল মোমেনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’য়ালা আনহার ৫৮ হিজরী সনের ১৭ রমজান মৃত্যুবরণ করেন। সেসময় তাঁর বয়স ছিল ৬৮ বছর। তারাবির নামাজের পর সাহাবী আবু হুরায়রা (রাঃ) তাঁর জানাজার নামাজ পরান। আয়েশা (রাঃ) কে জান্নাতুল বাকিতে তাঁকে কবরস্থ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024