বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১১

বাংলাদেশ সরকার কর্তৃক ভিসা ফি বৃদ্ধিতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া

বাংলাদেশ সরকার কর্তৃক ভিসা ফি বৃদ্ধিতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া

ব্রিটেনে বিদেশি পাস‌পোর্টধারী‌দের বাংলা‌দেশ ভ্রম‌ণের জন্য ভিসা ফি মাত্র এক দি‌নের নো‌টি‌শে ৪৬ পাউন্ড থেকে বাড়িয়ে ৭০ পাউন্ড করা হয়েছে।

ব্রিটিশ পাসপোর্ট নো ভিসা স্টিকার লাগাতে এই নিয়ম প্রযোজ্য। এ ঘটনায় শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রিটেনের বাংলাদেশি ক‌মিউনিটি‌তে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ব্রিটে‌নে ক‌য়েক লাখ বাংলাদেশি বসবাস করেন। তাদের বেশিরভাগই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। বা বলা যায়, তাদের ব্রিটিশ পাস‌পোর্ট রয়ে‌ছে। তা‌দের বাংলা‌দেশ ভ্রমণের ক্ষে‌ত্রে নো ভিসা নি‌তে হয়।

ডিসেম্বর মা‌সে ছু‌টির সম‌য়ে ক‌য়েক হাজার ব্রিটিশ বাংলাদেশি প‌রিবার নি‌য়ে দে‌শে যান। এমন প‌রি‌স্থি‌তি‌তে হঠাৎ ক‌রে নো ভিসার ফি বৃ‌দ্ধির খবরে ক‌মিউনিটি‌তে প্রতিক্রিয়া সৃ‌ষ্টি হয়।

এ বিষয়ে ব্রিটেনের বাংলাদেশি একজন ব্যবসায়ী জানান, ফি বৃ‌দ্ধির আগে প্রবাসীদের মতামত নেয়া, হা‌তে কিছুদিন সময় রেখে আগে থে‌কে প্রচারণার প্রয়োজন ছিল।

লন্ডনে স্থানীয় একজন বাসিন্দার সাথে আলাপকালে জানা যায়, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব সৃষ্টির জন্য হঠাৎ করে বিভিন্ন সেবা গ্রহণের ফি বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে মন্তব্যের জান‌তে লন্ডনস্থ বাংলাদেশ হাইক‌মিশ‌নে‌ নিযুক্ত ভারপ্রাপ্ত হাই কমিশনা‌র হযরত আলীর সঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তা‌কে ফো‌নে পাওয়া যায়নি।

অন্যে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটা সরকা‌রের সিদ্বান্ত। সকল দে‌শের জন্য এই ফি বাড়া‌নো হ‌য়ে‌ছে। এখা‌নে হাইক‌মিশ‌নের কিছু করার নেই।

আরেকজন কর্মকর্তা জানান, সরকার গত চার তা‌রিখ থে‌কে ফি বা‌ড়ি‌য়ে তা অবিলম্বে কার্যকর করার কথা বলেছে।

কিন্তু আমরা লন্ডন হাইক‌মিশ‌নে এখনও পু‌রনো রে‌টে ফি গ্রহণ কর‌ছি। ব্রিটে‌নে তা আগামী ১৭ ডিসেম্বর থে‌কে কার্যকর হ‌বে।

তি‌নি আরও জানান, নো ভিসা, নাগরিকত্ব ত্যাগ, দ্বৈত নাগরিকত্ব ও পু‌লিশ ক্লিয়া‌রেন্স শুধু এ চারটি সেবার ফি বেড়েছে। বাকী সব সেবার ফি অপরিবর্তিত রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024