শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১:৪৪

ফ্রিজ বিস্ফোরণের লক্ষণ ও দ্রুত করণীয়

ফ্রিজ বিস্ফোরণের লক্ষণ ও দ্রুত করণীয়

কিছু ভুলের কারণেই দিনদিন বাড়ছে ফ্রিজ বিস্ফোরণের ঘটনা। ফ্রিজের বিস্ফোরণের কারণে ঘরে আগুন লাগার শঙ্কা তৈরি হয়।

যা শুধু আর্থিক ক্ষতি হিসেবে মালামাল নষ্টই করে না, জীবনের ঝুঁকিও বাড়িয়ে তোলে। তাই নিরাপদ থাকতে আসুন জেনে নিই, ফ্রিজ বিস্ফোরণের গুরুত্বপূর্ণ কিছু কারণ সম্পর্কে।

আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনের ঝুঁকিও বাড়িয়ে দেয় ফ্রিজ বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

কখন ফ্রিজে বিস্ফোরণ ঘটে?

মূলত ফ্রিজ ঠিকমতো ঠান্ডা না হলে কম্প্রেসারে চাপ পড়ে। এর ফলে কম্প্রেসার গরম হয়ে ওঠে এবং বিস্ফোরণ ঘটে।

ফ্রিজে বিস্ফোরণ ঘটার লক্ষণ কী?

ফ্রিজে বিস্ফোরণ ঘটার আগে কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। যেমন ফ্রিজ ঠিকমতো ঠান্ডা হয় না, কম্প্রেসার গরম হয়ে ওঠে, ফ্রিজ থেকে আওয়াজ তৈরি হয়।

সাধারণত ফ্রিজ ঠিকভাবে কাজ করলে কম্প্রেসার হালকা আওয়াজ করে। তবে ফ্রিজের কম্প্রেসার ঠিকমতো কাজ না করলে সে আওয়াজ আরও বেশি হতে শুরু করে।

ফ্রিজ বিস্ফোরণের কারণ

অসংখ্য ভুলই ফ্রিজ বিস্ফোরণের কারণ। যেমন, কম্প্রেসার গরম হয়ে যাওয়ার কারণে ফ্রিজে বিস্ফোরণ ঘটতে পারে। ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইনের কারণে ফ্রিজে বিস্ফোরণ ঘটে।

ফ্রিজের সকেট ঢিলা হলে তা থেকে বিস্ফোরণের শঙ্কা তৈরি হয়। ফ্রিজ চালুর ক্ষেত্রে বিদ্যুতের সংযোগ যদি ডিরেক্ট না হয়ে যদি মাল্টি প্লাগের মাধ্যমে থাকে তা থেকেও ফ্রিজ বিস্ফোরণ হতে পারে।

ফ্রিজের পেছনে যেখানে কম্প্রেসার থাকে সেটি ময়লা হলেও বিস্ফোরণ হতে পারে। কম্প্রেসারের দূরত্ব দেয়াল থেকে খুব বেশি না হলেও এ শঙ্কা বাড়ে।

ফ্রিজের খুব কাছের আশেপাশে অন্য আসবাবপত্র বেশি রাখলে কিংবা স্টিলের কোনো আসবাবপত্র রাখলেও এ সমস্যা তৈরি হতে পারে।

ফ্রিজের ওপরে কোনো ভারী জিনিস রাখা, সূর্যের রোদ আসে এমন স্থান কিংবা রান্নাঘরের তাপ ফ্রিজের আশপাশে এলেও বিস্ফোরণের ঝুঁকি বাড়তে শুরু করে।

ফ্রিজে বিস্ফোরণ ঘটার লক্ষণ দেখা দিলে দ্রুত করণীয়

যদি ফ্রিজে বিস্ফোরণের লক্ষণগুলোর যেকোনো একটি দেখতে পান তবে সাথে সাথে ফ্রিজটি বন্ধ করে দিন কম্প্রেসার ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজ বন্ধ থাকা অবস্থায় ৩ ঘন্টা পর কম্প্রেসারের পেছনে হাত দিয়ে দেখুন তা পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা।

যদি কম্প্রেসার পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তবে আবার ফ্রিজে বিদ্যুৎ সংযোগ চালু করুন। এতে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে ঝুঁকি নিতে না চাইলে ফ্রিজের দক্ষ ইলেক্ট্রিশিয়ান ডাকুন।

আর যদি ৩ ঘন্টা রেস্টে আবার ফ্রিজ চালু করার পরও বিস্ফোরণের লক্ষণ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে তবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিন। আর সেটি চালু করবেন না। একজন দক্ষ ফ্রিজের ইলেক্ট্রিশিয়ান ডেকে ফ্রিজের সমস্যার সমাধান করুন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025