সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:০৫

ইউক্রেনকে রক্ষায় ইউরোপের জোট গঠন

ইউক্রেনকে রক্ষায় ইউরোপের জোট গঠন

গত রোববার (২ মার্চ) ইউক্রেন সংকট নিরসনে লন্ডনের ল্যাংস্টার হাউজে ইউরোপের ১৮টি দেশের নেতারা এক শীর্ষ সম্মেলনে মিলিত হন। এ খবর জানিয়েছে বিবিসি।

সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আজ আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। তিনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশ মিলে একটি ‘ইচ্ছুকদের জোট’ গঠন করা হবে এবং যুক্তরাষ্ট্রকে এই সমর্থনে অন্তর্ভুক্ত করতে কাজ করা হবে।

সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন শক্তিশালী সমর্থন অনুভব করছে এবং এই সম্মেলন ইউরোপের ‘অভূতপূর্ব সংহতি’ প্রকাশ করছে।

সম্মেলনে চারটি বিষয়ে ইউক্রেনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছে ইউরোপ বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ চলাকালে ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে সামিল রাখা।

কিয়ার স্টারমার আরও জানান, ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে ইউরোপের নেতাদের একসঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে কিয়েভের সুরক্ষার জন্য একটি জোট গঠন করতে হবে এবং দেশটিতে শান্তি নিশ্চিত করতে হবে।

পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে ১৬০ কোটি পাউন্ড দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের দেয়া এই অর্থ খরচ করে ইউক্রেনের জন্য পাঁচ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে।

এদিকে সম্মেলন শেষে বিবিসির মুখোমুখি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি সাক্ষর করতে কিয়েভ প্রস্তুত বলে জানান তিনি।

জেলেনস্কি বলেন, আমাদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করতে প্রস্তুত। আমি সত্যিই মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রও প্রস্তুত থাকবে। হয়ত কিছু বিষয় বিশ্লেষণ করার জন্য তাদের সময় প্রয়োজন।

গেল শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠককালীন বাগবিতণ্ডার জেরে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও হয়নি। বাতিল করা হয় দুই প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024