বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৫৪

ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের ফটিকছড়িবাসীর সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ মার্চ শনিবার পূর্ব লন্ডনের আয়ভি ভেনুতে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাজী ফয়েজুল আলম। সংগঠনের সদস্য সচিব শেখ মোঃ নাসের এর সংক্ষিপ্ত বক্তব‍্যের মাধ‍্যমে অনুষ্টান শুরু হয়।

প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ নাফে। এই ইফতার ও দোয়া মাহফিলে  রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সায়েদ মোঃ ইমরান।

ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে অনুষ্ঠিত এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য আজমল করিম জুয়েল, সরওয়ার হোসেন, এমদাদ হোসেন, এসপি মাসুদ, নুরুল আলম এবং ইফতার বাস্তবায়ন উপ কমিটির সদস্য মাসুদুর রহমান, ইব্রাহিম জাহান, সৈয়দ রাসেল ও ইয়াকুব চৌধুরী।

এছাড়া ইফতার মাহফিলে সর্বাত্মক সহযোগিতা করেছেন জাগির আলম, ইসহাক চৌধুরী, আকতারুল আলম আবছার, ব্যরিস্টার গনি উল্লাহ, সাজ্জাদুল আলম, মোহাম্মদ আলম, আলী রেজা, জয়নাল আবেদিন, মোর্শেদ চৌধুরী ও এম এ চৌধুরী প্রমুখ।

এই মাহফিলে যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়িবাসী ছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। ভবিষ্যতে ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানসহ আরো অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান সংগঠনের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025