বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪২

হিথ্রো বিমানবন্দর বন্ধ, স্থানীয় হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন

হিথ্রো বিমানবন্দর বন্ধ, স্থানীয় হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর শুক্রবার (২১ মার্চ) সারা দিন বন্ধ থাকবে বলে বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবস্টেশনটি থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলেই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

বিবিসি বলছে, বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ফলে এরইমধ্যে ১৬ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেইসঙ্গে অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে।

বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখতে হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ৯:৫৯ পর্যন্ত বন্ধ থাকবে।

হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা যদিও কাজ করছেন, কিন্তু তারপরও আমাদের কাছে স্পষ্ট নয় যে— ঠিক কখন বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে পুনরায় চালু করা যাবে।

লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে,  বৈদ্যুতিক উপকেন্দ্রের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় ৭০ কর্মী কাজ করছেন। বিবিসি বলছে, বৈদ্যুতিক উপকেন্দ্র এলাকার আকাশে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে।

তবে বৈদ্যুতিক উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের এই বিমানবন্দর অনেক ব্যস্ততম বলে খবরে বলা হয়েছে। বিমানবন্দরটি বন্ধের কারণে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে। বিবিসি বলছে, যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৩০০ ফ্লাইট ওঠানামা করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025