শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:২০

ইস্ট লন্ডন মসজিদের স্টাফ ও ভলান্টিয়ার ও সদস্যদের সম্মানে এপ্রিশিয়েশন সিরিমনি অনুষ্ঠিত

ইস্ট লন্ডন মসজিদের স্টাফ ও ভলান্টিয়ার ও সদস্যদের সম্মানে এপ্রিশিয়েশন সিরিমনি অনুষ্ঠিত

রমজান মাসের বিশাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখার জন্য স্টাফ, ভলান্টিয়ার ও সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট। ৬ মে মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টার হলে ‘অ্যান ইভনিং অব এপ্রিশিয়েশন এন্ড রিফলেকশন’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুরশেদ ও মসজিদের হেড অব অ্যাসেটস এন্ড অপারেশন্স আসাদ জামান। তাছাড়া ‘মসজিদের সাথে অন্তরের সম্পৃক্ততা’- শীর্ষক বক্তব্য রাখেন শায়খ রাশিদ খান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম শায়খ আব্দুর রহমান।

ড. আব্দুল হাই মুর্শেদ বলেন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তিনিই আমাদের এই মসজিদের সেবা করার সুযোগ দিয়েছেন। নতুবা আমাদের পক্ষে তা সম্ভব ছিলো না। তিনি বলেন, আমরা শুধু একটি মসজিদই পরিচালনা করছি না, বরং ব্রিটেনের মুসলমানদের জন্য একটি ইতিহাস-ঐতিহ্য গড়ে তুলছি। আল্লাহ তায়ালা আমাদের এই চেষ্টা যেন কবুল করেন এবং আমাদের হৃদয় যেন তাঁর ঘরের সাথে সর্বদা সংযুক্ত রাখেন- এই দোয়া করি।

সিইও জুনায়েদ আহমদ মসজিদের সকল স্টাফ, ভলান্টিয়ার, ট্রাস্টি, সদস্য ও স্টেকহোল্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের টিম ওয়ার্কে ঐক্য ও নিষ্ঠা আছে বলেই আমরা রমজান মাস সহ বছরের যে কোনো সময় যে কোনো বড় আয়োজন সহজে আঞ্জাম দিতে পারি।

বিশেষ করে রমজানের কর্মসূচি বাস্তবায়নে আমাদের যে নিষ্ঠা ও আন্তরিকতা তা অন্য কোনো প্রতিষ্ঠানের চেয়ে অনেকগুণ বেশি। টিম ওয়ার্ক হচ্ছে আমাদের বড় শক্তি। আমরা যে যে পদেই কাজ করছি, ছোট হোক বড় হোক, আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে প্রতিটি কাজের উত্তম প্রতিদান দেবেন।

তিনি বলেন, আমাদের যে কোনো অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ব্যক্তিরও প্রশংসা করা উচিত। কারণ রাসুল (সা:) বলেছেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। অর্থাৎ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করার অর্থ আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা।

মসজিদের হেড অব অ্যাসেটস এন্ড অপারেশন্স আসাদ জামান রমজানে তাঁর টিমসহ অন্য সকল টিমকে তাদের নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের টিম-ওয়ার্ক খুব শক্তিশালী। আমরা যে কোনো বড় আয়োজন সফল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। যেমন গোটা রমজানের কর্মসূচি, তারাবিহ, তাহাজ্জুদ, ঈদ, জুমা সুন্দর ও সুষ্ঠূভাবে সম্পন্ন করতে সকল টিম একীভুত হয়ে কাজ করি। যে কোনো কাজ ঐক্যবদ্ধ হয়ে করলে সহজে সফলভাবে সম্পন্ন করা যায়।

আয়োজিত এই অনুষ্ঠান পরে নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025