শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১০:৪৮

লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ফ্রি স্টাডি সাপোর্ট প্রোগ্রাম শুরু

লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ফ্রি স্টাডি সাপোর্ট প্রোগ্রাম শুরু

লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্টহ্যান্ডস চ্যারিটির যৌথ উদ্যোগে এবং বিবিসি’র আর্থিক অনুদানে  শুরু হয়েছে ২৬ সপ্তাহব্যাপী ফ্রি স্টাডি সাপোর্ট প্রোগ্রাম । প্রেস ক্লাবের সদস্যদের সন্তানরা সহ টাওয়ার হ্যামলেটসের স্কুলপড়ুয়া শিশুরা এতে অংশগ্রহণ করছে।

কোর্সের উদ্বোধন উপলক্ষে ১৬ মে শুক্রবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইস্টহ্যান্ড চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন।

এতে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, সিনিয়র সাংবাদিক ও ইস্ট হ্যান্ডস চ্যারিটির এডভাইজার আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইস্টহ্যান্ড চ্যারিটির সিইও আ স ম মাসুম, ট্রাস্টি বাবলুল হক, সাংবাদিক এম এ কাইয়ুম, সাংবাদিক এনাম চৌধুরী, সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুল তালুকদার, ক্লাব সদস্য হাসনাত চৌধুরী, অনলাইন সংবাদ মাধ্যম শীর্ষবিন্দু সম্পাদক আতিকুর রহমান সুমন ও কিনু মিয়া।

প্রজেক্টিতে শিক্ষা বিষয়ে নেতৃত্ব দেবেন কোয়ালিফাইড টিচার আব্দুল মুকতাদির শামিম ও সার্বিক তত্ত্বাবধানে থাকবেন প্রেস ক্লাবের ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী রুপি আমিন।

উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা ইস্টহ্যান্ড চ্যারিটি ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের এ আয়োজনকে ব্যতিক্রমী উল্লেখ করে বলেন, এই কোর্সের  মাধ্যমে প্রেস ক্লাব পরিবারের বন্ধন আরো সুদৃঢ় হবে। এই কোর্স সন্তানদের শিক্ষাক্ষেত্রে সহায়তার পাশাপাশি মানসিক বিকাশেও ভুমিকা রাখবে। সাংবাদিকদের সন্তানরা তাদের বাবা-মা’র সাথে ক্লাবের এই প্রোগ্রামে অংশ নিতে এলে বুঝতে পারবে তাদের বাবা-মা এমন একটি ক্লাবে সময় দেন যেটির মর্যাদা সমুন্নত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025