শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:৩৫

মাইল এন্ড স্টেডিয়ামে ‘ঈদ উল আজহা’র জামাত সকাল সাড়ে নয় টায়

মাইল এন্ড স্টেডিয়ামে ‘ঈদ উল আজহা’র জামাত সকাল সাড়ে নয় টায়

আগামী ৬ জুন শুক্রবার ব্রিটেনে পবিত্র ঈদুল আজহা অনুষ্টিত হবে। বিগত ১৭ বছরের ধারাবাহিকতায় এবারো পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে পবিত্র ঈদ উল আজহা’র জামাত অনুষ্টিত হবে শুক্রবার সকাল সাড়ে নয় টায়।

ঈদ ইন দ্যা পার্ক কমিটি ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর উদ্যোগে ঈদের জামাতের আয়োজন করা হবে। আয়োজকদের পক্ষ থেকে সকাল সাড়ে ৯টা নামাজ শুরুর সময় নির্ধারন করা হয়েছে। ঈদে জামাতে অংশ নিতে সকাল ৮.৪৫ টা মধ্যে মাঠে আসতে অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

গাড়ি ছাড়া পায়ে হেঁটে আসার জন্য বিনিত অনুরোধ করা হচ্ছে, যারা গাড়ী নিয়ে আসবেন তাদেরকে যত্রতত্র গাড়ী পার্ক না করতে ও অনুরোধ করা হয়েছে। এবারো ঈদের নামাজের ইমামতি করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বোরহান উদ্দিন মসজিদের খতিব শায়খ হাফিজ মুরসালাইন মিয়া।


ঈদ ইন দ্যা পার্ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ১৭বারের মত খোলা মাঠে ঈদ জামাত আয়োজন করতে যাচ্ছেন তারা। বিগত বছর গুলিতে ব্যাপক উপস্থিতি ও মুসল্লিদের আগ্রহের কারনেই তারা খোলা মাঠে ঈদের জামাত আয়োজন করে যাচ্ছেন। তারা বিগত দিনে মুসল্লিদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এছাড়া এবার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে ঈদ জামাত আয়োজনকে সামনে রেখে ৩মে মঙ্গলবার মাইল্যান্ড স্টেডিয়ামে প্রেস কনফারেন্স এর আয়োজন করেছেন কমিটির সদস্যরা।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ূম তালুকদার ও কালচার এবং রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান, আখলাকুর রহমান, শায়খ হাফিজ মুরসালাইন মিয়া, কাউন্সিলার আবদাল উল্লা, নেছাওয়ার আলী, রুহুল আমীন, জি ফোর সিকিউরিটির জুয়েল চৌধুরী, রেডকোর্ট রেসিডেন্ট ফোরামে জবরুল ইসলাম লনি, আব্দুস সোবহান খান, আব্বাস উজ্জামান, আব্দুল কাদির, কবির চৌধুরী, ফরিজ আলী প্রমুখ। চ্যারেটি সংস্থা পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান মোহাম্মদ আবেদীন রুহেল, চেয়ারম্যান আসাব উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল হোসেন।

পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে ‘ঈদ উল আজহা’র জামাত সফল করার জন্য স্পন্সর করে সহযোগিতা করছেন ইকবাল ক্রাউন ফার্ম, গুলজার খান গ্রাম বাংলা, আরাফাত সিদ্দিকী কেক ও কাস্টার্ড ও হাসিন উজ্জামান নুরু মুসকান লন্ডন।

স্টেডিয়াম এলাকায় যাতে যানজট সৃষ্টি না হয়, সেজন্য পায়ে হেঁটে এবং নিজেদের প্রেয়ারম্যাট সাথে করে নিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025