রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:২২

অবশেষে সিলেটে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর: আইসিসি পরিদর্শক দলের বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন

অবশেষে সিলেটে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর: আইসিসি পরিদর্শক দলের বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন

গ্যালারী থেকে: ইটস এ নাইস ক্রিকেট গ্রাউন্ড। খুব শিঘ্রই দরজায় কড়া নাড়বে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম চূড়ান্ত পরিদর্শন শেষে এভাবেই নিজের অনূভূতি ব্যক্ত করলেন আইসিসি পরিদর্শক দলের প্রধান ক্রিস টেটলি। শুধু ক্রিস টেটলিই নয় চা-বাগান আর টিলা ঘেরা অপরূপ সুন্দর সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে মুগ্ধ পরিদর্শক দলের অন্যান্য সদস্যরাও।

ক্রিস টেটলির নেতৃত্বাধীন আইসিসি পরিদর্শক দলে অন্যান্যদের মধ্যে ছিলেন- লারা রিচার্ড, ধীরাজ মালহোত্রা, টুলস উডাস, ইউজেন ভুরেন, টিলবিচ, এন্ডি রুজস ও জেমস ক্যামেরুন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম, লোকমান হোসেন ভূইয়া ও শফিউল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়াম চূড়ান্ত পরিদর্শনে আসেন ৯ সদস্য বিশিষ্ট আইসিসি পরিদর্শক দল। বেলা ২টায় নভোএয়ারের বিশেষ ফ্লাইটে সিলেট আসেন তারা। প্রায় ৩ ঘণ্টার পরিদর্শনে গ্র্যান্ড স্ট্যান্ড, গ্রীণ গ্যালারী, ইলেকট্রনিক্স স্কোর বোর্ড, মিডিয়া সেন্টার, গ্যালারী, ইনডোরসহ স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো খুটে খুটে দেখেন আইসিসি পরিদর্শক দলের সদস্যরা। আর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মাঠ নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানান ক্রিস টেটলি। আইসিসি পরিদর্শক দলের এই প্রধান বলেন, সিলেটের এই ক্রিকেট মাঠটি অনেক সুন্দর। স্টেডিয়ামটির নির্মাণ কাজেরও সন্তোষজনক অগ্রগতি হয়েছে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি শুধু ফিনিসিংয়ের কাজ। খুব অল্প সময়ের মধ্যে অবশিষ্ট কাজগুলোও শেষ হয়ে যাবে। সুতরাং সিলেট ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনে আর তেমন দুশ্চিন্তা নেই। আইসিসি পরিদর্শক দলের চূড়ান্ত পরিদর্শনকে সামনে রেখে সকাল থেকেই স্টেডিয়ামে শত শত ক্রিকেটপ্রেমী ভিড় জমান। সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীদের এই ভিড় বাড়তে থাকে। অনেকেই ব্যানার ফেস্টুন আর ফুল নিয়ে মাঠে আসেন আইসিসি পরিদর্শক দলকে স্বাগত জানাতে। সিলেটের ক্রিকেট প্রেমীদের এমন উচ্ছ্বাস-উদ্দীপনায় অভিভূত হন আইসিসি পরিদর্শক দলের সদস্যরাও।

স্টেডিয়াম পরিদর্শন শেষে খানিকটা সময় তাই বরাদ্দ রাখলেন সিলেটের ক্রিকেটপ্রেমীদের জন্য। বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমীর সঙ্গে ছবিও তুললেন আইসিসি পরিদর্শক দলের সদস্যরা। আইসিসি পরিদর্শক দলকে সন্তুষ্ট করতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রচেষ্টারও ছিল চোখে পড়ার মতো। আইসিসি পরিদর্শক দলের আগমনকে ঘিরে নগরীর বিভিন্ন পয়েন্টে তোড়ন নির্মাণ করা হয়। এছাড়া স্টেডিয়ামের অভ্যন্তরে সৌন্দর্য্যবর্ধনের কাজ করা হয়। বেলা ২টায় স্টেডিয়াম পরিদর্শনে আসলে আইসিসি পরিদর্শক দলকে স্বাগত জানান সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। চূড়ান্ত পরিদর্শন বলেই এবারকার সিলেট সফরকে গুরুত্বসহকারে নিয়েছিলেন আইসিসি পরিদর্শক দল। তাইতো প্রায় ৩ ঘন্টাব্যাপি স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো খুটে খুটে দেখেন আইসিসির এই স্পেশাল পরিদর্শক টিম। যেখানে ভুল ধরা পড়েছে সেটার ব্যাপারে দিয়ে গেছেন সাজেশনও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025