শীর্ষবিন্দু নিউজ: মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গত ৯ই ডিসেম্বর তিনি ঢাকা, রংপুর ও লালমনিরহাটের তিনটি আসন থেকে নেয়া মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। নির্বাচন ও নির্বাচনকালীন সরকার থেকে সরে আসার ঘোষণা দেয়ার পর এরশাদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে দলের প্রার্থীদের নির্দেশ দেন। তার নিদের্শে ইতিমধ্যে অনেক প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহার করে নিয়েছেন।