শীর্ষবিন্দু নিউজ: গিনেজ বুকে রেকর্ড গড়তে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরিতে অংশ নিয়ে খুবই উচ্ছ্বাসিত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজ থেকে কয়েক হাজার শিক্ষার্থী মানব পতাকা তৈরিতে অংশ নেন। সোমবার দুপুরে রাজধানীর শের-ই-বাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ মানব পতাকা তৈরিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ উচ্ছ্বাস প্রকাশ করেন।
মানব পতাকা তৈরিতে মোট অংশ নেন ২৭ হাজার ১১৭ জন। এদের মধ্যে সেনাবাহিনীর ৮ হাজার সদস্য ও বাকিরা রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে লাল-সবুজের পতাকা তৈরি করে বিশ্ব রেকর্ড করে বাংলাদেশ। ৬ মিনিট ১৬ সেকেন্ড ধরে ২৭ হাজার ১১৭ জন লাল-সবুজের পতাকা তৈরি করে বিজয়ের মাসে বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ। এর মাধ্যমে রাশিয়াকে পেছনে ফেলা হলো। ২০১৩ সালের জুলাইয়ে ২৬ হাজার ৯০৪ জনের মানব পতাকা তৈরি করেছিলেন রাশিয়ার ভ্লাদিভস্টকের বাসিন্দারা।
শহীদ ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের শিক্ষার্থী ফারজানা আক্তার মুন বলেন, ‘ইতিহাসের অংশ হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত। এ ধরনের উদ্যোগ নেওয়ায় আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। এ সময় মূল অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা এ মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে প্যারেড গ্রাউন্ডেই মোবাইল, ক্যামেরা দিয়ে ছবি তোলে তাদের উচ্ছাস প্রকাশ করে।