শীর্ষবিন্দু নিউজ: সংসদীয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। মঙ্গলবার জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়টি রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।
রিট আবেদনকারী খন্দকার আবদুস সালাম জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। সংবিধানে আছে, জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এভাবে প্রার্থী নির্বাচিত করার কারণে জনগণের ভোটের অধিকার থাকছে না। গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা অনুসারে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বা মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায নির্বাচিত ঘোষণা করা যায়। এটি সংবিধানের ৭, ১১, ২৭, ৩১, ৬৫ (২), ১২১ ও ১২২ (২) অনুচ্ছেদের পরিপন্থী। রিট আবেদনে ১৯ ধারাকে কেন এসব অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা করা হবে না এ মর্মে রুল চাওয়া হয়েছে।
এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা ও গেজেট প্রকাশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। উল্লেখ্য আসন্ন ৫ই জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির ২০ জন প্রার্থীকেও একক প্রার্থী দেখানো হয়েছে। যদিও জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে রেখেছেন। তিনি জানিয়েছেন, এমপি করলেও তার দলের কেউ শপথ নেবে না।