মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৮

রোমনিয়া ও বুলগেলিয়ান নাগরিকদের ইউকে বোর্ডার কন্টোল শীতিল

রোমনিয়া ও বুলগেলিয়ান নাগরিকদের ইউকে বোর্ডার কন্টোল শীতিল

সৈয়দা রুমি আহমেদ: ১লা জানুয়ারী থেকে বুলগেরিয়ান ও রোমনিয়ান নাগরিকদের ওপর থেকে ইউকে বোর্ডার কন্টোল তুলে নিচ্ছে ব্রিটিশ সরকার। আগামীকাল থেকে অর্থাৎ ১লা জানুয়ারী ২০১৪ সাল থেকে তারা ব্রিটেনে অবাধ যাতায়াত ও কাজের সুযোগ পাবে।

তবে এই সুযোগ ব্রিটেনে লেবার মার্কেটের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে আশংকা করে প্রায় ৯০ জনের একটি কনজারভেটিভ নেতা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুণের কাছে। তারা ইউরোপীয়ান আইনের একটি ধারা উল্লেখ করে বলেন, ঔ ধারা অনুসারে কোন দেশের সংকট দেখা দিলে সংশ্লিষ্ট দেশ ইউরোপীয় মাইগ্রেন্টদের জন্য ২০১৮ সাল পর্যন্ত বোর্ডার কন্টোল করতে পারবে।

এদিকে, চিঠির জবারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুণ বলেছেন, আয়ের মাধ্যমে যতটুকু কন্ট্রোল করা দরকার ততটুকু সরকার চেষ্টা করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024