শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দক্ষিণ সুদানের বেনতিউ শহরতলি থেকে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বিদ্রোহীদের কাছ থেকে দখলমুক্ত করে ওই শহরতলিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকার অভিযান পরিচালিত করছে। প্রতিদিন সেখানে বাড়ছে নিহতের সংখ্যা। জনমনে বিরাজ করছে আতঙ্ক।
জাতিসংঘের ভারপ্রাপ্ত ডেপুটি মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, দক্ষিণ সুদানে সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে এরই মধ্যে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত ১৫ই ডিসেম্বরে এ সঙ্কট সৃষ্টি হয়ে। এদিকে আক্রান্ত অঞ্চলগুলোতে জরুরি ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রেও বাধার সম্মুখীন হচ্ছে জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সেবা সংস্থাগুলো।
আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, বেনিতু শহরতলিতে অবস্থিত জাতিসংঘ শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছেন শিশু ও নারীসহ অসহায় হাজার হাজার মানুষ। খোলা আকাশের নিচে মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন অনেকেই। এ পর্যন্ত দেশটিতে চলমান সহিংসতায় কমপক্ষে এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।