শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাজধানী ব্যাংকক অচল করে দিতে রাস্তায় নেমেছে থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা। আসন্ন ২ ফেব্রুয়ারির আগাম নির্বাচনের আগে সরকারকে উৎখাত করতে এই কর্মসূচি পালন করছে তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে নিরাপত্তা বাহিনীর ১৮ হাজার সদস্য মোতায়েন করেছে সরকার। গত ২৪ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার হটিয়ে অনির্বাচিত ‘পিপলস কাউন্সিলকে’ ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করে যাচ্ছে বিক্ষোভকারীরা।
সোমবার স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। রাস্তায় রাস্তায় তৈরি করা হয়েছে ব্যারিকেড, প্রধান প্রধান মোড়গুলোও বিক্ষোভকারীদের দখলে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২০০৬ সালে সেনাঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাই তার বোন ইংলাকের সরকারের নিয়ন্ত্রণ করছেন। এছাড়া, থাকসিনকে দুর্নীতির মামলা থেকে রেহাই দিতে ইংলাক একটি আইন প্রণয়ন করেছেন দাবি করেই মূলত রাস্তায় নামে সাবেক উপপ্রধানমন্ত্রী থাউগসুবানের নেতৃত্বাধীন সরকারবিরোধীরা।