শীর্ষবিন্দু নিউজ: আন্দামানে রবিবার বিকেলে এক স্টিমার ডুবির ঘটনায় ২৮ জন পর্যটকের মৃত্যু হযেছে। স্টিমারটি রস আইল্যান্ড থেকে নর্থ বে আইল্যান্ডে আসছিল।
আন্দামানের রাজধানী পোর্টব্লেয়ারের কাছে বঙ্গোপসাগওে এই দুর্ঘটনাটি ঘটেছে। নৌকাটিতে অর্ধশতাধিক পর্যটক ছিলেন। তাদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬জন। অনুমান করা হচ্ছে, তারা সকলেই মারা গিয়েছেন। নিহত পর্যটকদের অধিকাংশের বাড়ি তামিলনাড়ু ও মুম্বাই। তবে এঁদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের ও আরেকজন উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।
আন্দামানের লেফটেন্যান্ট গভর্ণর লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং জানিয়েছেন, অ্যাকোয়া মেরিন নামের স্টিমারটি রস আইল্যান্ড থেকে পর্যটকদের নিয়ে ফিরছিল। বিকেল পৌনে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। তবে কীভাবে স্টিমারটি ডুবে গিয়েছে তা জানা যায় নি। অনুমান করা হচ্ছে অতিরিক্ত যাত্রী নেওয়াতেই এই বিপত্তি ঘটেছে। আহতদেও গি বি পন্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
আন্দামানে এই মরশুমে প্রচুর পর্যটক সমাগম হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে এক লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।