শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২১

আইফোনকে ব্ল্যাকবেরি জেড১০ এর চ্যালেঞ্জে

আইফোনকে ব্ল্যাকবেরি জেড১০ এর চ্যালেঞ্জে

 

 

 

 

 

 

 

 

আইফোনের টাচস্কিনের স্মার্ট আর্বিভাবে জনপ্রিয়তার আকাশ থেকে হুট করেই ঝড়ে পড়ে ব্ল্যাকবেরি। সুদীর্ঘ সময়ের পড়ে আবারও নিজের উপস্থিতির কথা জোর গলাতেই বলছে ব্ল্যাকবেরি।

এবারে ব্ল্যাকবেরি স্মার্টফোন ঘরানার জেড-১০ মডেলের স্মার্টফোন নিয়ে চ্যালেঞ্জ করছে আইফোনকে। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় জেড-১০ মডেল আত্মপ্রকাশ করেছে। এ উদ্বোধনে কানাডিয়ান ব্র্যান্ড ব্লাকবেরির সিইও থোস্ট্রেন হেইনস সবিনয়ে বলেছেন, গত পাঁচ বছর ধরে ব্ল্যাকবেরির এরই ধারায় চলছে। এটা ঠিক সর্বপ্রথম টাচফোন ঘরানার স্মার্টফোন আইফোন। কিন্তু সময়ের তালে অনেকটাই পিছিয়ে পড়ছে এ ফোন। আইফোনের প্রথম মডেল থেকে এ পর্যন্ত আসা সবগুলো মডেলেই খুব বেশি পরিবর্তন আনতে পারেনি অ্যাপল। এ ধারা অব্যাহত থাকলে ভোক্তাদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হবে অ্যাপল।

এখন আইফোন অপারেটিং সিস্টেমের তুলনায় ব্ল্যাকবেরির ১০ ওএস অনেক বেশি কাজের কাজি। মাল্টিটাস্কিং প্ল্যাটফর্মে এখন ব্ল্যাকবেরি অনেক এগিয়েছে। এখন স্মার্টফোন গ্রাহকেরা ল্যাপটপ আর কম্পিউটার সব ধরনের সুবিধাই স্মার্টফোনে পেতে চায়। তাই নতুন আদলের সব ধরনের চাহিদা পূরণে সামর্থ্য রাখে ব্ল্যাকবেরি। এরই মধ্যে ব্ল্যাকবেরি সিস্টেমের মানোন্নয়নে ইন্সটাগ্রাম এবং নেটফ্লিক্স মোবাইল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। ‘বিবি১০’ ইকো অপারেটিং সিস্টেম ১ লাখ অ্যাপসের সমন্বয়ে জেড-১০ মডেল অবমুক্ত করেছে।

অ্যাপলের প্রশংসা করে ব্ল্যাকবেরি সিইও হেইনস বলেন, ডিজাইন শৈলী আর টাচস্ক্রিনের বাজার চাহিদা তৈরিতে অ্যাপল সব ধরনের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তবে দীর্ঘদিন ধরে অ্যাপল ধারাবাহিকতায় খুব বেশি নতুনত্ব আনতে না পারায় ভোক্তারা অন্য মডেলের স্মার্টফোনে আগ্রহী হয়ে উঠছে। তাই নতুন প্রত্যাশায় ব্ল্যাকবেরি ভোক্তাদের সব ধরনের প্রত্যামা পূরণে অতীতের মতো সচেষ্ট থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024