শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে। যাত্রীবাহী এই বিমান বিধ্বস্ত হয়ে আলজেরিয়ার সামরিক পরিবহন বিমানটি ওম আল বোঘি প্রদেশের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।
দেশটির বেসরকারি টিভি স্টেশন আননাহার এ দুর্ঘটনার খবর দিয়েছে। বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে জানিয়েছে কয়েকটি সূত্র। মঙ্গলবার দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অন্যান্য উদ্ধারকারী বাহন পাঠানো হয়েছে।
আলজেরিয়ার স্তানীয় মিডিয়া বলছে, এর কিছুক্ষণ আগে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে বহন করা হচ্ছিল সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোন নিশ্চয়তা পাওয়া যায় নি।