শীর্ষবিন্দু নিউজ: বেসরকারি এয়ারলাইন্স রিজেন্টের দুটি উড়োজাহাজ বিকল (গ্রাউন্ডেড) হয়ে গিয়েছে। এই দুটি উড়োজাহাজ দিয়ে রিজেন্ট এয়ারওয়েজ অভ্যন্তরীণ সব ফ্লাইট পরিচালনা করে থাকে। উড়োজাহাজ দুটি অচল হওয়ার কারণে বুধবার এয়ারওয়েজের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল অসম্ভব হয়ে পড়বে। বেসামরিক বিমান চলাচল সূত্রে এ তথ্য জানা গেছে।
বেসরকাররি নিজস্ব মালিকাধীন উড়োজাহাজ অপারেটর রিজেন্ট এয়ারের বহরে মোট চারটি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে দুটি বোয়িং ৭৩৭ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট এবং দুটি ড্যাশ-৮ দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে এয়ারলাইন্সটি। জানুয়ারি মাসেও রিজেন্টের একটি ড্যাশ-৮ উড়োজাহাজ বিকল হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সূত্র জানায়, রিজেন্ট এয়ারওয়েজের বহরে বর্তমানে চারটি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ড্যাশ-৮ উড়োজাহাজ দুটি। মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে বিকল হয়ে পড়ে একটি ড্যাশ-৮ উড়োজাহাজ। উড়োজাহাজটির নোজ হুইলে সমস্যা দেখা দেওয়ায় তা আর সচল করা সম্ভব হয়নি। অন্যদিকে সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে অচল হয়ে বাকি ড্যাশ-৮। উড়োজাহাজটির মেইন ল্যান্ডিং গিয়ার কাজ করছে না। যে কারণে এটি আর উড্ডয়নে সক্ষম নয়।
রিজেন্ট এয়ারওয়েজ সূত্রে জানা গেছে, এরই মধ্যে চট্টগ্রামে একটি প্রকৌশলী দল গিয়ে উড়োজাহাজের ত্রুটি সারাতে কাজ করছে। তবে কক্সবাজারে রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রকৌশলী দল পাঠানো সম্ভব হয়নি। এ বিষয়ে রিজেন্ট এয়ার কতৃপক্ষ জানান, বুধবার দিনের প্রথম ভাগেই বিকল উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি মেরামত করা সম্ভব হবে। সেক্ষেত্রে দুটি থেকে তিনটি ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।