রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১১

জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে আছি বললেন এরশাদ

জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে আছি বললেন এরশাদ

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যার মাথার ওপর ৭৪টি মামলা ঝুলে আছে সে কি করে স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারেন। আমি জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে আছি। এর পরেও আমি সাহসিকতার সাথে রাজনীতি করছি বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শুক্রবার রাতে রংপুর শহরের শাপলা চত্বরে এক গণসংর্বধনা অনুষ্ঠানে এসব কথা বলেন এরশাদ।

সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, স্ত্রী রওশন এরশাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তাকে নিয়ে আমি গর্ব বোধ করি। কেননা দুঃসময়ে জাতীয় পার্টিকে রক্ষা করেছেন তিনি। তার জন্য আমি এমপি হয়েছি। তিনি বলেন, রওশন এরশাদ সংসদীয় দলের চেয়ারম্যান আর আমি জাতীয় পার্টির চেয়ারম্যান। দুজন মিলে জাতীয় পার্টিকে সু-সংগঠিত করার চেষ্টা করছি। হুসেইন মুহম্মদ এরশাদ তাকে এবং তার স্ত্রী রওশন এরশাদকে নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করার জন্যও গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানান।

উপজেলা নির্বাচনে বিপর্যয়ের ব্যাখ্যা দিয়ে এরশাদ বলেন, তৃণমূল পর্যায়ে দল শক্তিশালী ছিলো না তাই নির্বাচনে জাতীয় পার্টি ভালো করতে পারেনি। শাপলা চত্বর দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল লতিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির লন্ডন শাখার সভাপতি তাজ চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025