রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:০০

ডেনমার্কে হালাল মাংস নিষিদ্ধ

ডেনমার্কে হালাল মাংস নিষিদ্ধ

শীর্ষবিন্দু নিউজ: ডেনমার্ক সরকার দেশটিতে হালাল উপায়ে পশু জবাই নিষিদ্ধ করেছে। এর ফলে দেশটির প্রায় ২৫ হাজার মুসলমান ডেনিশ মাংস বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। খবর সৌদি গেজেট’র।সৌদি আরবসহ উপসাগরীয় অনেক দেশ ডেনমার্ক থেকে হিমায়িত গরু ও মুরগির মাংস আমদানি করে থাকে।

কিন্তু সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে ডেনমার্কের মুসলমান এবং যেসব দেশ ওই দেশটি থেকে মাংস আমদানি করে থাকে তারা ক্ষুব্ধ।ইউরোপীয় ইউনিয়নের আইন অনুসারে ধর্মীয় কারণ ছাড়া অন্যান্য ক্ষেত্রে পশু জবাইয়ের আগে অচেতন করে নিতে হয়। কিন্তু ডেনমার্ক এই আইন বাতিল করে দিয়েছে। এর ফলে মুসলমানদের পাশাপাশি ইহুদীরাও ক্ষুব্ধ হয়েছে।

ডেনমার্কের কৃষি ও খাদ্যমন্ত্রী ডান জর্গেনসেন সরকারের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘পশুর অধিকার ধর্মের ওপরে।’তবে ইউরোপীয় কমিশনের স্বাস্থ্য বিষয়ক প্রধান টনিও বর্গ সরকারের ওই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, এটা ইউরোপীয় আইনের পরিপন্থি।

ডেনমার্কে হালাল মাংস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেনিশ হালাল ওই সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছে, এটা ডেনমার্কের মুসলমান ও ইহুদীদের ধর্ম পালনের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। ডেনিশ হালাল সংগঠনটি ইসলামিক কমিউনিটি ইন ডেনমার্কসহ ৫৩টি মুসলিম সংগঠনের প্রতিনিধিত্ব করে।সংগঠনটি সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ হাজার স্বাক্ষরসহ আবেদন জমা দেয়ার ঘোষণা দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025